close
লাইক দিন পয়েন্ট জিতুন!
অনিয়মের অভিযোগে বাজিতপুরে ৫০ শয্যা সরকারি হসপিটালে দুদকের অভিযান।
2
0
670 Ansichten·
04/05/25
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা ৫০ শয্যা সরাকারি স্বাস্থ্য কমপ্লেক্স এ দুদকের অভিযান, নিম্ন মানের খাবার ও ডাক্তার সংকটের অভিযোগ প্রমানিত, তাছাড়া অধিকাংশ অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়েছে। জানালেন দুদকের সহকারী পরিচালক মাহাথির মোহাম্মদ সামী, কিশোরগঞ্জ। এদিকে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডাক্তার মোঃ নাজমুস সালেহীন জানান যে খাবারের টিকাদার প্রতিষ্ঠানকে নিম্ন মানের খাবার সরবরাহের কারণ দর্শানোর নোটিশ করা হবে।
Zeig mehr
0 Bemerkungen
sort Sortiere nach