ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!
- National
- Politics
- International
- Crime
- Law-Court
- Entertainment
- Religion and Education
- District News
- Exclusive
- Sports News
- Agriculture-Economy and Trade
- Interview
- Ramadan
- Documentary
- Health & Beauty
- Earn Money Online
- Kids
- Tech Review
- Book Review
- History
- Tour and Travel
- Stock Market
- Bangladesh
- Stock Video Footage
- Podcast
- Other
ওয়ার্কশপের বিশ্রাম কক্ষ থেকে মালিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার........
কুমিল্লায় সদর দক্ষিণ উপজেলায় দুলাল মিয়া (৫০) নামে এক ওয়ার্কশপ মালিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১০ আগস্ট) সকালে উপজেলার চাঁদপুর জনতা হাইস্কুল সংলগ্ন ওয়ার্কশপ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত দুলাল মিয়া নগরীর ২২নং ওয়ার্ডের বড় দুর্গাপুর গ্রামের মৃত আমির হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের সদর দক্ষিণ উপজেলার বড় দুর্গাপুর এলাকায় ওয়ার্কশপ মালিক দুলাল মিয়া। ভবনের মালিক ঢাকায় অবস্থান করায় এ ওয়ার্কশপসহ একতলা একটি বাড়ি তিনি দেখাশোনা করতেন। শনিবার (৯ আগস্ট) রাত ১১টার দিকে দুলাল মিয়া ওই বাড়ির এক ভাড়াটিয়ার বাসায় ভাড়া তুলতে যান। এরপর আর তিনি ঘরে ফিরেননি।
এদিকে, রাতে ঘরে না ফেরায় স্বজনরা উদ্বিগ্ন হয়ে বিভিন্নস্থানে খোঁজাখুজি করে। পরে রোববার সকালে স্বজনরা তার দোকানে ছুটে আসেন এবং দোকান সংলগ্ন তার বিশ্রাম কক্ষ থেকে রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে জানান। খবর পেয়ে পুলেশ এসে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে।
কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার এসআই মোস্তফা কামাল জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের যে কোন সময়ে তাকে হত্যার পর দুর্বৃত্তরা পালিয়ে যায়। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে নিহত দুলাল মিয়ার মরদেহ উদ্ধার করি। পরে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
তিনি আরও জানান, নিহত দুলাল মিয়ার মাথাসহ শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে, তা এখনো জানা যায়নি। ঘটনার রহস্য উদঘাটনসহ জড়িতদের আইনের আওতায় আনতে আমাদের তৎপরতা অব্যাহত রয়েছে।
V
Gg
ত
G
Sad