A seguir

নরসিংদী সেবা সংঘের আয়োজনে শ্রী শ্রী বাসন্তী দুর্গোৎসব শুরু

990 Visualizações· 05/04/25
Gourob Shaha
Gourob Shaha
1 Assinantes
1
Dentro

নরসিংদী সেবা সংঘের আয়োজনে বসন্তকালীন শ্রী শ্রী বাসন্তী দুর্গোৎসব শুরু
২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ | ৪ এপ্রিল ২০২৫, শুক্রবার

নরসিংদী জেলার অন্যতম ধর্মীয় ও সামাজিক সংগঠন নরসিংদী সেবা সংঘ-এর আয়োজনে এবারও শুরু হয়েছে বসন্তকালীন শ্রী শ্রী বাসন্তী দুর্গা পূজা। বাংলা ২১ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ ও ইংরেজি ৪ এপ্রিল ২০২৫ শুক্রবার, পূর্ণ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সপ্তমী পূজার আরতির মাধ্যমে এই উৎসবের সূচনা হয়।

সকালে দেবীর নবপত্রিকা স্থাপন ও পূজার প্রারম্ভিক আনুষ্ঠানিকতার পর, সন্ধ্যায় অনুষ্ঠিত হয় মহা আরতি ও ভক্তিমূলক সঙ্গীতানুষ্ঠান। পূজামণ্ডপটি সাজানো হয়েছে বর্ণিল আলোকসজ্জা ও নান্দনিক প্রতিমা স্থাপনের মাধ্যমে। ভক্তদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে মন্দির চত্বর।

নরসিংদী সেবা সংঘের সভাপতি/সাধারণ সম্পাদক (নাম উল্লেখ করা যাবে চাইলে) বলেন,
"প্রতিবছরের মতো এবারও আমরা যথাসম্ভব সুন্দরভাবে বাসন্তী দুর্গা পূজার আয়োজন করেছি। এটি আমাদের ঐতিহ্যের অংশ এবং সবার অংশগ্রহণে উৎসবটি আরও প্রাণবন্ত হয়ে উঠেছে।"

পূজায় স্থানীয় সুধীজন, ভক্তবৃন্দ এবং শিশু-কিশোরদের ব্যাপক অংশগ্রহণ লক্ষ করা গেছে। ভোগ বিতরণ, প্রসাদ গ্রহণ, অঞ্জলি প্রদান ও সন্ধ্যা আরতিতে উপস্থিত জনতার মধ্যে ছিল ভক্তিভাব ও আনন্দের সমন্বয়।

এই উৎসব চলবে নবমী ও দশমী পূজার মধ্য দিয়ে পরবর্তী দিনগুলোতেও। বিজয়া দশমীতে দেবী প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটবে।


---

ছবি ও ভিডিও সংযুক্ত থাকলে পোস্টের শেষে দেওয়া যেতে পারে: “ছবিতে দেখুন নরসিংদী সেবা সংঘের বাসন্তী পূজার কিছু মুহূর্ত।”

প্রয়োজনে এই রিপোর্টটি ব্যানার ডিজাইন বা সোশ্যাল মিডিয়া পোস্ট ফরম্যাটে সাজিয়ে দিতেও পারি। বললেই করে দিচ্ছি।

Mostre mais

 0 Comentários sort   Ordenar por


A seguir