close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

次に

নববর্ষেও কর্ণফুলীর সাম্পান বাইচ থাকবে: সংস্কৃতি উপদেষ্টা

5 ビュー· 19/05/25
Imran Hossain
Imran Hossain
2 加入者
2
国立

অন্তবর্তীকালীন সরকারের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, ‘চট্টগ্রামের কর্ণফুলীর সাম্পান মাঝিরা গত বন্যায় অসাধারণ ভূমিকা রেখেছেন। কর্ণফুলীর কথা ভাবলেই সাম্পানের কথা আসবে। রাষ্ট্রের চোঁখে ধরা না পড়াটায় দুঃখের। সারাদেশে নববর্ষের উৎসব হয়, আগামী নববর্ষেও কর্ণফুলীর সাম্পান বাইচ থাকবে।’

ঐতিহ্যবাহী সাম্পান বাইচকে জাতীয় ইভেন্ট হিসেবে ঘোষণা করে তিনি বলেন, ‘আগামী বছর থেকে এই আয়োজনের অংশীজন হবে সংস্কৃতি মন্ত্রণালয়। ২০২৪ সালে বন্যাতে ফেনীসহ বিভিন্ন এলাকা প্লাবিত হলে শতশত সাস্পান মাঝি উদ্ধার তৎপরতায় এগিয়ে এসে লাখ বানবাসী মানুষকে উদ্ধার করে। সত্যিই প্রশংসার দাবীদার মাঝিরা। এছাড়াও অনেক গুলো জায়গা অবৈধভাবে দখলের কথা বলা হয়েছে। এগুলোর বিষয়ে পরিবেশ ও নৌ মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলব উদ্ধারের ব্যাপারে।’

সোমবার (১৯ মে) সন্ধ্যায় চট্টগ্রামের কর্ণফুলী নদীর পুরাতন ব্রিজঘাট খেয়া পারাপার ঘাটে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এসময় খেয়াপারাপারের ঘাট ইজারা প্রদানে সাম্পান মাঝিদের চট্টগ্রাম সিটি করপোরেশনের অগ্রাধিকার প্রদান, কর্ণফুলীর ব্রিজঘাট এলাকায় একটি মিনি স্টেডিয়াম নির্মাণ এবং কর্ণফুলী নদী দখলের বিষয়ে সংশ্লিষ্ট দপ্তর গুলোকে নিয়ে কাজ করবেন বলে প্রতিশ্রুতি দেন।

চাটগাঁইয়া সাংস্কৃতিক মেলা ও সাম্পান খেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধন করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আলী আব্বাস, প্রধান বক্তা ডায়মন্ড সিমেন্টের উপ ব্যবস্থাপনা পরিচালক লায়ন হাকিম আলী, স্বাগত বক্তব্য রাখেন মির্জা ইসমাইল, বক্তব্য রাখেন আলীউর রহমান, সাঈদ খান সাগর, বেসরকারি কারা পরিদর্শক জুবায়ের আলম মানিক।

もっと見せる

 0 コメント sort   並び替え


次に