اگلا

নাটোর শহরের কান্দিভিটুয়া এলাকা থেকে বি,পুল পরিমাণ অ/স্ত্র উ,দ্ধার করেছে প্র,শাসন

9 مناظر· 28/03/25
MdShohanSarker
MdShohanSarker
سبسکرائبرز
0

⁣নাটোরে পুকুর থেকে ৪টা‌ শর্টগানসহ ৬টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৮ মার্চ) বিকেলে নাটোর সদর হাসপাতালের সামনে কান্দিভিটুয়া এলাকার তালাবঘাট পুকুর থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র হলো, চারটি শর্টগান, ১টি দোনালা বন্দুক ও ১টি ইয়ারগান।
বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহমুদা শারমিন নেলী বলেন, সকালে পুকুরে দুজন ছেলে বরশি দিয়ে মাছ ধরছিলেন। হঠাৎ বরশিটি পানির নিচে আটকে গেলে তারা বরশি ছুটাতে পানিতে নামে। এসময় তারা দেখে একটি কম্বলে আটকে গেছে। পরে কম্বলটি খুলে দেখা যায় ১টি ইয়ারগান ও ১ দোনালা বন্দুক। পরে বিষয়টি সদর থানা পুলিশকে জানালে আমরা এসে আলামতগুলো দেখি। এরপর নাটোর ফায়ার সার্ভিসের মাধ্যমে ডুবুরি দল এনে পুরো পুকুর খুঁজতে গিয়ে আরো দুটো পাট ছাড়া ও দুটি পাটসহ মোট চারটি শর্টগান পাওয়া যায়।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, আগামীকাল থেকে পুরো পুকুরের পানি ছেঁচে নতুনভাবে পুকুর থেকে অস্ত্র উদ্ধার অভিযান শুরু হবে।

مزید دکھائیں

 1 تبصرے sort   ترتیب دیں


Mohammad Ariful Islam
Mohammad Ariful Islam پہلے 3 مہینے

😊😊😊

0    0 جواب دیں۔
مزید دکھائیں

اگلا