close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

Bir sonraki

⁣নারায়নগঞ্জের বন্দরে এক পান দোকানদারকে কুপিয়ে হত্যা করেছে সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা হান্নান বাহি

27 Görünümler· 22/06/25
GK Shohag
GK Shohag
4 Aboneler
4
İçinde İlçe Haberleri

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২২নং ওয়ার্ডে পূর্বশক্রতার দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষ বিএনপির বহিস্কৃত নেতা সাবেক কাউন্সিলর হান্নান সরকার বাহিনীর ধারালো ছুরিকাঘাতে এক ব্যাক্তির মৃত্যু হয়েছে।

শনিবার (২১ জুন) রাত ৯ টার দিকে সাবেক কাউন্সিলর হান্নান সরকারের বাড়ির সামনে এ হত্যার ঘটনা ঘটে। নিহত ব্যাক্তির নাম কুদ্দুস মিয়া(৬০)। তিনি ২২নং ওয়ার্ডের হাফেজীবাগ এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী জানান, আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি বহিঃকৃত নেতা স্থানীয় ক্যাডার সাবেক কাউন্সিলর হান্নান সরকার, বাবু সিকদার, মেহেদী, শ্যামল, জুয়ারি বাবু, মাদকসেবী বাবু এলাকায় মহড়া দিয়ে ছুড়িকাঘাতে আবদুল কুদ্দুস (৬০) কে কুপিয়ে গুরুতর যখম করে। পরে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে মৃত চিকিৎসক তাকে ঘোষনা করেন। ঘটনার পর থেকে পলাতক রয়েছে বিএনপি নেতা হান্নান সরকার সহ তার বাহিনীরা।

এদিকে হত্যার পর লাশ নিয়ে বিক্ষোভ মিছিল করেছে নিহতের পরিবার সহ স্থানীয় এলাকাবাসী। পরিস্থিত নিয়ন্ত্রণে বিপুল পরিমান সেনাবাহিনী, পুলিশ ও ডিবি পুলিশ ঘটনাস্থলে মোতায়ন করা হয়েছে।

Daha fazla göster

 0 Yorumlar sort   Göre sırala


Bir sonraki