Hasta la próxima

ময়মনসিংহের ভালুকায় 'মার্কেট অ্যাক্টরস বিজনেস স্কুল' উদ্বোধন | স্থানীয় উদ্যোক্তাদের দক্ষ

5 vistas· 30/06/25
En

⁣ময়মনসিংহের ভালুকায় 'মার্কেট অ্যাক্টরস বিজনেস স্কুল' উদ্বোধন | স্থানীয় উদ্যোক্তাদের দক্ষ করে তুলবে

৩০ জুন ২০২৫, ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের নলুয়াকুড়ি গ্রামে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে মার্কেট অ্যাক্টরস বিজনেস স্কুল (MABS)।
এই ব্যতিক্রমী স্কুলটি ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (IDA) এবং ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট (IFAD)-এর যৌথ উদ্যোগে স্থাপন করা হয়েছে।
এখানে স্থানীয় কৃষক, ক্ষুদ্র ব্যবসায়ী ও বাজার সংশ্লিষ্ট উদ্যোক্তারা আধুনিক ব্যবসা কৌশল, মার্কেটিং ও ব্যবস্থাপনা সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ পাচ্ছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপসচিব আফরোজা বেগম পারুন, সভাপতিত্ব করেন টুসি শাহ, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনও হাসতান আব্দুল্লাহ ও কৃষি কর্মকর্তা নুসরাত জামান।

এই উদ্যোগ "পণ্যের নাম: কাঁঠাল" শীর্ষক একটি কর্মসূচির আওতায় পরিচালিত হচ্ছে এবং এটি স্থানীয় উদ্যোক্তাদের আত্মনির্ভরশীল করে তুলতে ও নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরিতে সহায়তা করবে।

📍 স্থান: ভালুকা, ময়মনসিংহ
📅 তারিখ: ৩০ জুন ২০২৫
📰 সূত্র: Info Today (Bangla)

🔔 আরও এ ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন।

Cover Topic -
ভালুকা বিজনেস স্কুল, MABS Bhaluka 2025, Market Actors Business School, গ্রামীণ উদ্যোক্তা, ভালুকা উন্নয়ন, IFAD Bangladesh, IDA Projects Bangladesh, Bhaluka Business Training, Bhaluka Mymensingh News, গ্রামীণ অর্থনীতি বাংলাদেশ, Katthal Project Bangladesh, agro business training, Bangla Entrepreneurship News,
#ভালুকা #mabs2025 #businessschool #entrepreneurship #গ্রামীণ_উন্নয়ন #bangladesheconomy #ifad #ida #vhalukanews #agrobusiness #কাঁঠাল_প্রকল্প #mymensinghdevelopment

Mostrar más

 0 Comentarios sort   Ordenar por


Hasta la próxima