close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

تا بعدی

লক্ষ্মীপুর শহরে চোরের অপবাদ দেয়ার আত্মো হত্যা চেষ্টা

3 بازدیدها· 04/08/25
Md Shahin Alam
Md Shahin Alam
مشترکین
0
که در جرم

লক্ষ্মীপুর শহরে চোরের অপবাদ দেয়ার ৫ম তলা ভবনের কার্নিশে উঠে ইমন হোসেন (২৭) নামের এক যুবক নিচে ঝাঁপ দেওয়ার চেষ্টা করেন। পরে তার আবদার অনুযায়ী, গলায় ফুলে মালা দেওয়া হয়েছে। একপর্যায়ে কোমড়ে রশি বেধে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা তাকে উদ্ধার করেছেন।।।।।।

সংবাদকর্মীদের কাছে মনের দুঃখ প্রকাশ করে ইমন দাবি করেছেন, তাকে চোর ও ইয়াবাসেবনকারী অপবাদ দিচ্ছে কিছু অ-মানুষ। এতে তিনি আর এই জীবন আর রাখবেনা, বিদায় নিতে প্রস্তুতি নিয়েছে।

রোববার (৩ আগস্ট) রাত ৮ টার দিকে লক্ষ্মীপুর পৌরসভার বালিকা বিদ্যা নিকেতন সড়কের একটি ভবনের ৫ম তলার কার্ণিশ থেকে তাকে উদ্ধার করা হয়। বিকেল ৫ টার সময় ইমন সেখানে উঠেন এবং প্রায় ৩ ঘন্টা সেখানে শ্বাসরুদ্ধকর পরিস্থিতি ছিলো।

স্থানীয়রা জানান, ইমন পৌরসভার বাঞ্চানগর এলাকার দোখলা বাড়ির মো. খোকনের ছেলে। মাদক সেবন করতে না পারলে তিনি মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছেন।

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার রনজিত কুমার সাহা জানান, ছেলেটি একজন মাদকসেবী। এতে তিনি মানসিক বিকারগ্রস্ত হয়ে পড়েছে। তার মনের কষ্টের কথা আমাদেরকে জানিয়েছে। পুলিশ ও স্থানীয়দের সহযোগীতায় ঘন্টাব্যাপী চেষ্টা করে উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।।।

بیشتر نشان بده، اطلاعات بیشتر

 0 نظرات sort   مرتب سازی بر اساس


تا بعدی