কুতুবদিয়ায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উপলক্ষে জশনে জুলুস র্যালি অনুষ্ঠিত
1
0
19 المشاهدات·
06/09/25
في
وطني
কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি:
আজ শনিবার (৬ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১০টায় কুতুবদিয়ায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) উপলক্ষে জশনে জুলুস র্যালি অনুষ্ঠিত হয়েছে।
আহলে সুন্নত ওয়ালা জামায়াত কুতুবদিয়া উপজেলা শাখার সভাপতি শাহজাদা আলহাজ্ব মাওলানা জিল্লুল করিমের সভাপতিত্বে র্যালিটি দরবার মাজার শরীফ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে লেমসি খালি চৌমুহনী, উত্তর ধুরুং বাজার, দক্ষিণ ধুরুং, বড় ঘোপ, আলী আকবর ডেইল হয়ে তাবালের চরে গিয়ে শেষ হয়।
গাড়িবহর ও শোভাযাত্রায় মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের পাশাপাশি আহলে সুন্নত ওয়ালা জামায়াতের অনুসারী বিপুলসংখ্যক মুসলিম জনসাধারণ অংশগ্রহণ করেন।
أظهر المزيد
0 تعليقات
sort ترتيب حسب