ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

Este video se está agregando a la cola, por favor revise de nuevo en unos minutos.
কুতুবদিয়ায় আওয়ামী লীগ নেতার অবৈধ ভবন উচ্ছেদ
কুতুবদিয়ায় সড়ক ও জনপদ বিভাগের উচ্ছেদ অভিযান
নিজস্ব প্রতিবেদক, কুতুবদিয়া
কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার লেমশীখালী ইউনিয়নের চৌমুহনী রাস্তার মাথা এলাকায় সড়ক ও জনপদ (সওজ) বিভাগের অধিগ্রহণকৃত জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে সহকারী কমাশনার (ভূমি ) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মাদ সাদাত হোসেন। মঙ্গলবার (১৯ আগস্ট ২০২৫) সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টানা এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন, সওজ-এর উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ রাহাত আলম, কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আরমান হোসেন, নৌ-কন্টিনজেন্ট কমান্ডার কুতুবদিয়া পক্ষে সাব-লেফটেন্যান্ট সা'আদ, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ বিভাগ, গ্রাম পুলিশের কয়েকটি টিম।
অভিযানকালে ৪টি স্কেভেটর ব্যবহার করে একটি তিনতলা ভবনসহ মোট ২৫টি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়। উচ্ছেদকৃত ভগ্নাবশেষ নিজ উদ্যোগে সরিয়ে ফেলার জন্য মালিকদের নির্দেশনা প্রদান করা হয়।
এসময় স্থানীয় চেয়ারম্যান, প্যানেল চেয়ারম্যানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সড়ক ও জনপদ বিভাগ জানায়, জনস্বার্থে এ ধরনের উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।