close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

यह वीडियो कतार में जोड़ा जा रहा है, कृपया कुछ मिनटों में वापस देखें।

अगला

কুতুবদিয়ায় আওয়ামী লীগ নেতার অবৈধ ভবন উচ্ছেদ

0 विचारों· 20/08/25
Nazrul Islam
Nazrul Islam
7 ग्राहकों
7

⁣‎কুতুবদিয়ায় সড়ক ও জনপদ বিভাগের উচ্ছেদ অভিযান





‎নিজস্ব প্রতিবেদক, কুতুবদিয়া





‎কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার লেমশীখালী ইউনিয়নের চৌমুহনী রাস্তার মাথা এলাকায় সড়ক ও জনপদ (সওজ) বিভাগের অধিগ্রহণকৃত জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে সহকারী কমাশনার (ভূমি ) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মাদ সাদাত হোসেন। মঙ্গলবার (১৯ আগস্ট ২০২৫) সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টানা এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।





‎অভিযানে উপস্থিত ছিলেন, সওজ-এর উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ রাহাত আলম, কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আরমান হোসেন, নৌ-কন্টিনজেন্ট কমান্ডার কুতুবদিয়া পক্ষে সাব-লেফটেন্যান্ট সা'আদ, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ বিভাগ, গ্রাম পুলিশের কয়েকটি টিম।





‎অভিযানকালে ৪টি স্কেভেটর ব্যবহার করে একটি তিনতলা ভবনসহ মোট ২৫টি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়। উচ্ছেদকৃত ভগ্নাবশেষ নিজ উদ্যোগে সরিয়ে ফেলার জন্য মালিকদের নির্দেশনা প্রদান করা হয়।





‎এসময় স্থানীয় চেয়ারম্যান, প্যানেল চেয়ারম্যানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।





‎সড়ক ও জনপদ বিভাগ জানায়, জনস্বার্থে এ ধরনের উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।


और दिखाओ

 0 टिप्पणियाँ sort   इसके अनुसार क्रमबद्ध करें


अगला