কুতুবদিয়ার আলোচিত ব্যবসায়ী তারেক হত্যা মামলার পলাতক আসামি চট্টগ্রামের পতেঙ্গা থেকে গ্রেফতার
1
0
9 vistas·
22/06/25
En
Crimen
কুতুবদিয়া থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে চট্টগ্রাম শহরের পতেঙ্গা থানা এলাকা থেকে কুতুবদিয়ার আলোচিত ব্যবসায়ী তারেক হত্যা মামলার এজাহারনামীয় পলাতক আসামি আনিসুল ইসলাম তুষারকে গ্রেফতার করেছে। রবিবার কুতুবদিয়া থানার এসআই জয়নাল আবদীনের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দীর্ঘদিন ধরে পলাতক থাকা আসামি আনিছুল ইসলাম তুষার প্রকাশ মইন্না প্রকাশ বাবু কে গ্রেফতার করা হয়। আটককৃত আসামী কুতুবদিয়া উপজেলার উত্তর ধূরুং ইউনিয়নের কুইল্ল্যার পাড়ার নুরুল ইসলামের ছেলে
#কুতুবদিয়া #হত্যামামলা #গ্রেফতার #পলাতকআসামি #চট্টগ্রাম #পুলিশঅভিযান #তারেকহত্যা #কক্সবাজার #পতেঙ্গা
Mostrar más
0 Comentarios
sort Ordenar por