Bir sonraki

⁣**কুতুবদিয়া সমুদ্র সৈকতে মোহনীয় দৃশ্য উপভোগ

1,362 Görünümler· 01/04/25
Nazrul Islam
Nazrul Islam
4 Aboneler
4
İçinde Eğlence

কক্সবাজারের কুতুবদিয়া সমুদ্র সৈকতে বিকেল গড়াতেই ভিড় জমাচ্ছেন স্থানীয়রা। সূর্যাস্তের মোহনীয় দৃশ্য উপভোগ করতে অনেকেই সমুদ্রের কিনারে জড়ো হয়েছেন। কেউ ফুটবল খেলে ব্যস্ত, আবার কেউ বা প্রাকৃতিক সৌন্দর্যকে ক্যামেরাবন্দী করতে মগ্ন।

সমুদ্রের শীতল বাতাস ও নান্দনিক পরিবেশ স্থানীয়দের জন্য হয়ে উঠেছে অবসর কাটানোর আদর্শ স্থান। পর্যটকদের পাশাপাশি স্থানীয় তরুণ-তরুণীরাও এখানে ভিড় করছেন, যা সৈকতকে করে তুলেছে প্রাণবন্ত।

স্থানীয়রা জানান, কুতুবদিয়ার সৈকতের নির্মল পরিবেশ ও নিরাপত্তা তাদের নিয়মিত আসতে উৎসাহিত করে। তবে, তারা সৈকতের পরিচ্ছন্নতা বজায় রাখারও অনুরোধ জানিয়েছেন।

সন্ধ্যা নামতেই ধীরে ধীরে কমতে শুরু করে ভিড়। তবে প্রকৃতির অমূল্য সৌন্দর্য উপভোগ করতে আগামী দিনেও এখানে ভিড় বাড়বে বলে আশা করছেন স্থানীয় প্রশাসন ও পর্যটন সংশ্লিষ্টরা।

Daha fazla göster

 0 Yorumlar sort   Göre sırala


Bir sonraki