ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!
কুতুবদিয়া চ্যানেলে অবৈধ বেহুন্দি জাল ও কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাড়ি ফেরা যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে কুতুবদিয়া চ্যানেলের মগনামা-বড়ঘোপ পয়েন্টে অবৈধ বেহুন্দি জাল ও কারেন্ট জালের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট সাদাত হোসেন। কোস্টগার্ড কুতুবদিয়ার কন্টিজেন্ট কমান্ডারের তত্ত্বাবধানে গতকাল দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এই অভিযান চালানো হয়।
অভিযানকালে মোবাইল কোর্ট পরিচালনা করে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুসারে জমির উদ্দিন (৩৭) নামের এক ব্যক্তিকে ৫,০০০ টাকা অর্থদন্ড এবং দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৮ ধারা অনুযায়ী জামাল হোসাইন (৩২) এর বিরুদ্ধে ২০০ টাকা জরিমানা প্রদান করা হয়। অভিযান শেষে ২০টি অবৈধ বেহুন্দি জাল ও কারেন্ট জাল জনসম্মুখে ধ্বংস করা হয়।
এ সময় অভিযান দল উভয় পাড়ে যাত্রীদের ভাড়া নিয়ন্ত্রণ ও স্পিডবোট যাত্রীদের জন্য লাইফ জ্যাকেট পরিধান বাধ্যতামূলক করা নিশ্চিত করে। এছাড়া স্থানীয় জেলেদের উদ্দেশ্যে হ্যান্ড মাইকিং করে ঈদের সময় চ্যানেলে জাল না বসানোর অনুরোধ জানানো হয়, যাতে দুর্ঘটনা এড়ানো যায়।
কোস্টগার্ড সূত্রে জানানো হয়, ঈদে নৌযান চলাচলের সময় নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।