close

লাইক দিন পয়েন্ট জিতুন!

次に

কুতুবদিয়া অফিস পাড়ায় সেবার দরজা বন্ধ, জনগণ হতাশ

9 ビュー· 23/03/25
Nazrul Islam
Nazrul Islam
4 加入者
4


নিজস্ব প্রতিবেদক,কুতুবদিয়াঃ

কুতুবদিয়া অফিস পাড়ায় অবস্থিত বিভিন্ন সরকারি কার্যালয়ের দরজা প্রায় সময় বন্ধ থাকায় স্থানীয় জনগণ সেবা পাওয়া নিয়ে হতাশা প্রকাশ করেছেন। উল্লেখযোগ্য কার্যালয়গুলোর মধ্যে ধুরুং ইউনিয়ন ভূমি অফিস, উপজেলা মহিলা বিষয়ক কার্যালয় এবং পরিসংখ্যান কার্যালয়ের মতো গুরুত্বপূর্ণ দপ্তরগুলোও এ সমস্যার মধ্যে রয়েছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বেশিরভাগ সময় এসব কার্যালয়ে কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত থাকেন না। ফলে জনগণকে প্রয়োজনীয় সেবা পেতে বারবার আসা-যাওয়া করতে হয়। অনেকেই জানান, দীর্ঘ সময় ধরে এ সমস্যা চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

একজন স্থানীয় বাসিন্দা বলেন, "জমি সংক্রান্ত জরুরি কাজে ভূমি অফিসে গিয়ে দেখি দরজা বন্ধ। কয়েক দিন ধরে চেষ্টা করেও কোনো সমাধান পাইনি। এভাবে সেবা না পেলে আমাদের কষ্ট হয়।"

অন্যদিকে, উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ে নারী উন্নয়ন ও সুরক্ষা সংক্রান্ত বিভিন্ন সেবা পাওয়ার কথা থাকলেও সেখানেও একই চিত্র। স্থানীয় নারীদের অনেকেই জানান, তারা প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তা পেতে হিমশিম খাচ্ছেন।

স্থানীয় প্রশাসনের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, কর্মচারী সংকট এবং অন্যান্য প্রশাসনিক জটিলতাকে তারা এ সমস্যার কারণ হিসেবে দায়ী করেছেন। তবে তিনি আশ্বাস দিয়েছেন, বিষয়টি দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে।

জনগণের দাবি, সরকারি সেবা পাওয়া তাদের মৌলিক অধিকার। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত দ্রুত এ সমস্যার সমাধান করে কার্যালয়গুলোতে নিয়মিত সেবা নিশ্চিত করা। অন্যথায়, তাদেরকে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার কথা ভাবতে হবে।

স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়েছে, যেন তারা এ বিষয়ে জরুরি ভিত্তিতে হস্তক্ষেপ করে জনগণের সেবা নিশ্চিত করেন।

もっと見せる

 1 コメント sort   並び替え


Akm Kaysarul Alam
Akm Kaysarul Alam 3 月 前に

Good

1    0 返事
Nazrul Islam
Nazrul Islam 3 月 前に

Thanks

   0    0
もっと見せる

次に