কুষ্টিয়ায় সৈয়দ মাছ-উদ- রুমী সেতুর টোল আদায় সারা জীবনের জন্য বন্ধের দাবিতে মানববন্ধন।
1
0
1,486 Mga view·
29/06/25
কুষ্টিয়ায় সৈয়দ মাছ-উদ-রুমী সেতুর টোল আদায় সারা জীবনের জন্য বন্ধের দাবিতে মানববন্ধন।
রবিবার সকাল ১০:৩০ মিনিটে মানববন্ধন শুরু করে সর্বস্তরের মানুষ এবিং শেষ হয় দুপুর ১২:৪৫ মিনিটে । সবার একটাই দাবি এই সেতু থেকে ২০০৪ সাল থেকে দোল আদায় করছে। অবিলম্বে সারা জীবনের জন্য এই সেতু থেকে টোলা আদায় বন্ধ ঘোষণা করতে হবে।
যদি টোল আদায় বন্ধ না হয় তাহলে সাধারণ মানুষ কঠোর পদক্ষেপ নিবে এবং ডিসি কোর্ট ঘেরাও করবেন।
এই মানববন্ধনের কারণে সেতুর দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
Magpakita ng higit pa
0 Mga komento
sort Pagbukud-bukurin Ayon