close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

הבא

কুষ্টিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে তিন মাদক কারবারি জেলে||

8 צפיות· 04/05/25
Badsha Alamgir
Badsha Alamgir
8 מנויים
8

⁣কুষ্টিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৩ মাদক কারবারি জেলে


মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুষ্টিয়ার অভিযানে পৃথক তিনটি স্থান থেকে মদ, হেরোইন ও ট্যাপেন্টা ডল সহ ৩ জন আটক।

গতকাল ৪ মে ২০২৫ (রবিবার) গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে পৃথক তিনটি স্থান থেকে, ১০ বোতল চোরাই মদ, ২০ পিচ ট্যাপেন্ডা ডল, ৩ পুরিয়া হেরোইন সহ তিন জনকে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুষ্টিয়ার পরিদর্শক আবুল কালাম আজাদ ও উপ-পরিদর্শক ইকবাল হোসেনের নেতৃত্বে সঙ্গীয় সিপাই নিয়ে কুষ্টিয়ার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে সকাল ১০ টা থেকে দুপুর ১২ টার মধ্যে কুষ্টিয়ার তিনটি আলাদা জাইগা থেকে আলাদা আলাদা তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, মোঃ আব্দুল সাত্তার (৫৫), মো: শাওন রেজা (৩২), হাসিনা (৩২)

এসময় কুষ্টিয়ার বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাহিদ হাসান, মোবাইল কোর্ট পরিচালনা করে, ফৌজদারী কার্যবিধির ২৪৫ এ ২৫৮ ধারায়, মোঃ আব্দুল সাত্তার(৫৫) কে, ৪০ দিনের কারাদণ্ড এবং দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করেছে। মোঃ শাওন রেজা (৩২) কে, ১৪ দিনের কারাদণ্ড ও ৫,০০০ টাকা অর্থদণ্ড অনাদায়ে তিন দিন বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছে। হাসিনা (৩২) কে, ৪ দিন কারাদণ্ড এবং ৫০০০ টাকা জরিমানা অনাদায়ে একদিন বিনাশ্রম কারাদন্ডে দণ্ডিত করেছে।।

להראות יותר

 0 הערות sort   מיין לפי


הבא