close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

Hasta la próxima

কুমিল্লায় জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধা সম্মিলন

3,944 vistas· 05/08/25
Rabiul Alam
Rabiul Alam
4 Suscriptores
4

⁣কুমিল্লায় জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধা সম্মেলন

মোঃ রবিউল আলম, কুমিল্লা প্রতিনিধি।।

জুলাই গণঅভ্যুত্থানের একবছর পূর্তি উপলক্ষে কুমিল্লায় শহিদদের স্মরণে শহিদের কবরস্থানে শ্রদ্ধাসহ জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মিলন অনুষ্ঠানের মধ্যদিয়ে পালিত হয়েছে।

সকাল ৯টার দিকে নগরের উত্তর রামপুর শহিদ মাসুম মিয়ার কবরস্থানে ফাতেহা পাঠ শেষে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন জেলা প্রশাসক মো: আমিরুল কায়ছার। পরে একে একে পুলিশবাহিনীর পক্ষে পুলিশ সুপার নাজির আহমেদ খান,আনসার বাহিনীসহ প্রশাসনের কর্মকর্তা,সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা বৃন্দ, জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধারা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে ফাতেহা পাঠ করে মোনাজাত দোয়া করা হয়।
এদিকে সকাল ১০ টায় জেলা শিল্পকলা একাডেমীতে জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মিলন অনুষ্ঠিত হয় ।

এসময় উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা হাজী আমিসুর রশিদ ইয়াছিন, কেন্দ্রীয় সূরা সদস্য ও মহানগর জামায়াত আমীর কাজী দ্বীন মোহাম্মদ, মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপুসহ বিভিন্ন রাজনৈতিক –সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এ সম্মিলনে ৩৯জন শহীদ পরিবারের সদস্যদের সম্মাননা উপহার বিতরণ করা হয়।পরে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

এদিকে এর আগে সকাল ৮টার দিকে জুলাই জাগরণ নব উদ্যোমে বিনির্মাণ শ্লোগানে ৩৬জুলাই গণঅভুত্থানের মাধ্যমে ফাতহে গণভবনের বর্ষপূর্তি উপলক্ষে ব্যানার ফেস্টুন নিয়ে এক বর্ণাঢ্য র‌্যালি বের করে ইসলামী ছাত্রশিবির। র‌্যালিটি নগরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে নগরের প্রাণকেন্দ্র পূর্বালী চত্ত্বরে এসে শেষ হয়। এতে ইসলামী ছাত্র শিবির জেলা ও মহানগরের নেতৃবৃন্দরা অংশ নেন।

Mostrar más

 0 Comentarios sort   Ordenar por


Hasta la próxima