close

লাইক দিন পয়েন্ট জিতুন!

Следующий

কুমিল্লায় শুরু হয়েছে তিনদিন ব্যাপী ভূমি মেলা

6 Просмотры· 25/05/25
Rabiul Alam
Rabiul Alam
3 Подписчики
3

কুমিল্লা প্রতিনিধি।।

“নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি” এই প্রতিপাদ্যে কুমিল্লায় শুরু হয়েছে তিনদিন ব্যাপী ভূমি মেলা। রবিবার (২৫ মে) সকালে ভূমি মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং জেলা প্রশাসন, কুমিল্লা ও আদর্শ সদর উপজেলা ভূমি অফিসের যৌথ উদ্যোগে কুমিল্লা জেলা পরিষদ প্রাঙ্গণে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: আমিরুল কায়ছার।

পরে মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন জেলা প্রশাসক সহ অতিথিগণ।

স্টল পরিদর্শন শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ অডিটোরিয়ামে এসে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আমিরুল কায়ছার।

কুমিল্লা আদর্শ সদর কর্মকর্তা ফাতেমাতুজ জোহরার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল মালিক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফাহমিদা মোস্তফা, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি তৌহিদুল ইসলাম, ডেপুটি সিভিল সার্জন সারোয়ার আলম, সিনিয়র সহকারী কমিশনার (এলএও) শাহাদাত হোসেন।

বক্তব্য রাখেন কবির আহমেদ, বিশিষ্ট ক্রীড়া সংগঠক বদরুল হুদা জেনু, বীর মুক্তিযোদ্ধা আবদুল মতিন, বিশিষ্ট নারী নেত্রী রোটারিয়ান দিনাশি মোহসেন, কুমিল্লা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ হাসান, বীর মুক্তিযোদ্ধা নুরে আলম ভূইয়া, ভিপিজিপি জাকির হোসেন, সাংবাদিক শাহাজাদা এমরান ও এম হাসান।

আলোচনা শেষে ভূমি অধিগ্রহণের ক্ষতিগ্রস্তদের হাতে চেক তুলে দেন জেলা প্রশাসক। অনুষ্ঠানে সঞ্চালনা করেন তানজিনা আক্তার।

এসময় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসমূহের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদানে উৎসাহিত করা, ভূমি সংক্রান্ত যেকোনো তথ্য ও অভিযোগের জন্য হটলাইন নম্বর ১৬১২২ ব্যবহারের গুরুত্ব এবং জনসাধারণের মাঝে ভূমি বিষয়ক সেবাসমূহ সম্পর্কে সচেতনতা সৃষ্টি করাই এই মেলার মূল উদ্দেশ্য।

Показать больше

 1 Комментарии sort   Сортировать по


Motior Rahman Sumon
Motior Rahman Sumon 1 месяц тому назад

Go ahead

0    0 Ответить
Показать больше

Следующий