ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

Deze video wordt aan de wachtrij toegevoegd. Probeer het over enkele minuten opnieuw.
কুমিল্লায় অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মানে গুরুজন সম্মাননা
কুমিল্লায় অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মানে গুরুজন সম্মাননা
মোঃ রবিউল আলম, কুমিল্লা প্রতিনিধি।।
নানা আয়োজনের মধ্যে দিয়ে কুমিল্লা বুড়িচং উপজেলার বাকশীমূল উচ্চ বিদ্যালয়, বাকশীমূল সিনিয়র মাদ্রাসা ও সকল প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মানে গুরুজন সম্মাননা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫জুলাই) সকালে সকল প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থীবৃন্দের উদ্যোগে বাকশীমূল উচ্চ বিদ্যালয় মাঠে এ গুরুজন সম্মাননা আয়োজন করা হয়।
এ উপলক্ষে স্কুল মাঠ থেকে ঘোড়ার গাড়ি বহরে বাকশীমুল গ্রামের ৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৪ জন অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়ে গ্রাম প্রদক্ষিণ করে পুনরায় বাকশীমূল স্কুল মাঠে এসে আলোচনা সভায় অংশগ্রহণ করে।
এ সময় শিক্ষকদেরকে ফুল দিয়ে বরণ করে নেন প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ।
বাকশীমূল উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ আবু তাহের এর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলার শিক্ষা কর্মকর্তা আব্দুল মান্নান, বুড়িচং থানার সাব ইন্সপেক্টর রাকিবুল হাসান, ভিক্টোরিয়া সরকারি কলেজের প্রভাষক ইমাম হাসান,বাকশীমূল মাদ্রাসার প্রাক্তন ছাত্র নাজমুল হুদা সোহাগসহ অনেকে।
সভা শেষে ২৮ জন অবসরপ্রাপ্ত শিক্ষককে গুরুজন সম্মাননা দেওয়া হয়। এদের মধ্যে প্রয়াতও হয়েছেন কয়েকজন। তাদের পক্ষ থেকে পরিবারের সদস্যরা গ্রহণ করেন সম্মাননা।
এ সময় ৫টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীরা উপস্থিত ছিলেন।