লাইক দিন পয়েন্ট জিতুন!
কুড়িগ্রামে গত আট বছর ধরে ভেঙে আছে সেতুর সংযোগ
কুড়িগ্রাম পৌর এলাকায় আট বছর ধরে ভেঙে আছে সেতুর সংযোগ সড়ক, দূর্ভোগে ৩ টি গ্রামের প্রায় ৫০ হাজার মানুষ।
কুড়িগ্রাম পৌরসভার এলাকাধীন টাপু ভেলাকোপায় গত আট বছর ধরে ভেঙে আছে সেতুর সংযোগ সড়ক। চলাচলের একমাত্র রাস্তা হওয়ায় নিজ উদ্যোগে বাঁশ ও কাঠের দিয়ে পাটাতন তৈরি করে জীবনের ঝুঁকি নিয়ে পাড়াপাড় করছে স্থানীয়রা।
স্থানীয়রা জানান, কুড়িগ্রাম পৌরসভাধীন টাপু ভেলাকোপা এর হানাগড় এলাকায় ২০১১ সালে তৈরি করা হয় ৬০ ফুট দৈর্ঘ্য ও ১০ ফুট প্রস্থের সেতুটি। গত ২০১৭ সালের ভয়াবহ বন্যায় সেতুর একপাশের সংযোগ সড়কটি ভেঙে যায়। তখন থেকে ৮ বছর ধরে ভাঙ্গা অবস্থায় পড়ে আছে সেতুর সংযোগ সড়কটি।
চলাচলের একমাত্র রাস্তা হওয়ায় নিজেরাই শ্রম ও অর্থ দিয়ে বাঁশ ও কাঠের পাটাতন তৈরি করে জীবনের ঝুঁকি নিয়ে পাড়াপাড় করছে স্থানীয়রা।
থ্রি-হুইলার ও মোটরসাইকেল পারাপার করতে পারলেও আটকে যায় অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিসের মতো জরুরি সেবাদান কাজে নিয়োজিত গাড়িগুলো। বিশেষ করে বন্যার সময় কোনো গাড়ি পারার করতে পারে না। এতে গুরুতর রোগী নিয়ে হাসপাতালে যেতে বা কোথায় অগ্নিকাণ্ডের মতো ভয়াবহ ঘটনা ঘটলে বেগ পেতে হয় এলাকাবাসীদের।
স্থানীয়রা জানান, সেতুটির সংযোগ সড়ক নির্মাণের জন্য একাধিকবার পৌরসভা থেকে লোকজন গেলেও কোনো কাজ এখনো শুরু করেনি পৌরসভা প্রশাসন।