Als nächstes

⁣খুলনায় বিশাল সমাবেশে নেতাকর্মীদের ঢল

83 Ansichten· 18/05/25
Al Mamun Gazi
Al Mamun Gazi
11 Abonnenten
11
Im Politik

⁣খুলনায় বিশাল সমাবেশে নেতাকর্মীদের ঢল

প্রতিবেদন: আল মামুন গাজী

খুলনা, ১৭ মে:
বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবিতে খুলনায় আজ এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিএনপির তরুণ নেতা আসাদুজ্জামান জনি ও মাছুম হোসেন বিশ্বাসের নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে খুলনা বিভাগের বিভিন্ন থানা, ওয়ার্ড এবং উপজেলা থেকে শত শত নেতাকর্মী অংশ নেন।

সমাবেশস্থলে সকাল থেকেই নেতাকর্মীদের ঢল নামে। ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখর হয়ে ওঠে নগরীর প্রধান সড়ক ও সমাবেশস্থল।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, “আজ দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার হুমকির মুখে। সরকার সব ধরনের ভিন্নমত দমন করছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বেকারত্ব, দুর্নীতি ও আইনের শাসনের অভাবে সাধারণ মানুষ দিশেহারা। এমন বাস্তবতায় রাজপথই এখন জনগণের মুখপাত্র।”

তিনি আরও বলেন, “আমাদের আন্দোলন একা বিএনপির নয়—এটি জনগণের আন্দোলন। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আমাদের সংগ্রাম চলবে।”

আসাদুজ্জামান জনি বলেন, “আমরা কোনো গুজব বা ষড়যন্ত্রে নয়, সত্য ও ন্যায়ের পথে আন্দোলন করছি। দেশকে বাঁচাতে হলে এই দুঃশাসনের অবসান ঘটাতে হবে।”

মাছুম হোসেন বিশ্বাস বলেন, “খুলনা বিভাগের মানুষ বারবার প্রমাণ করেছে, তারা অন্যায়ের বিরুদ্ধে। আজকের এই সমাবেশই আগামী দিনের আন্দোলনের ভিত্তি গড়ে দেবে।”

Zeig mehr

 0 Bemerkungen sort   Sortiere nach


Als nächstes