close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

הבא

কাজী খলিলুর রহমানের স্মরণে কাঠালিয়া প্রেসক্লাবে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

22 צפיות· 10/09/25
MD  IMRAN MUNSHI
MD IMRAN MUNSHI
7 מנויים
7

⁣ঝালকাঠি প্রেসক্লাবের প্রয়াত সভাপতি কাজী খলিলুর রহমানের আত্মার মাগফিরাত কামনায় কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে এক বিশেষ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে কাঠালিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনাব শহিদুল ইসলাম এবং উপজেলার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। কাজী খলিলুর রহমানের পেশাগত জীবনের অবদান এবং তার সাথে সাংবাদিকদের সম্পর্কের গভীরতা উল্লেখযোগ্যভাবে আলোচিত হয়।

অনুষ্ঠানের শুরুতে কুরআন তিলাওয়াতের পর কাজী খলিলুর রহমানের স্মৃতিচারণ করা হয়। উপস্থিত সাংবাদিকরা তার পেশাগত দক্ষতা, সততা এবং মানবিক গুণাবলীর কথা স্মরণ করেন। জনাব শহিদুল ইসলাম বলেন, 'কাজী খলিলুর রহমান ছিলেন সাংবাদিকতার মেধাবী ও নিষ্ঠাবান এক ব্যক্তিত্ব। তার মৃত্যুতে আমরা একজন গুণী মানুষকে হারালাম।'

এছাড়াও উপস্থিত ছিলেন কাঠালিয়া উপজেলা বিএনপির সভাপতি জালালুর রহমান আকন এবং স্থানীয় সচেতন মহল। তারা কাজী খলিলুর রহমানের পেশাগত জীবনের প্রভাব এবং তার কর্মমুখর জীবন নিয়ে আলোচনা করেন। জালালুর রহমান আকন বলেন, 'তিনি ছিলেন একজন আদর্শ সাংবাদিক, তার কর্মমুখর জীবন আমাদের জন্য অনুপ্রেরণা।'

কাজী খলিলুর রহমান ঝালকাঠির সাংবাদিক সমাজে একটি বিশেষ স্থান অধিকার করে রেখেছিলেন। তার নেতৃত্বে প্রেসক্লাবটি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করেছে। তার মৃত্যুতে ঝালকাঠির সাংবাদিক সমাজে শূন্যতা অনুভূত হচ্ছে।

এই দোয়া মাহফিলের মাধ্যমে তার আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়। সাংবাদিকরা একত্রিত হয়ে তার শূন্যতা পূরণে অঙ্গীকারাবদ্ধ হন এবং তার অনুপস্থিতিতে সাংবাদিকতার মান ধরে রাখার প্রতিশ্রুতি দেন।

উল্লেখ্য, কাজী খলিলুর রহমান তার জীবদ্দশায় সাংবাদিকতার পাশাপাশি সামাজিক উন্নয়নমূলক কাজেও নিজেকে সম্পৃক্ত রেখেছিলেন। তার নেতৃত্বে ঝালকাঠি প্রেসক্লাব বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিল। তার অবদান স্মরণীয় হয়ে থাকবে।

להראות יותר

 0 הערות sort   מיין לפי


הבא