close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

تا بعدی

জুলাই সনদ ও পিআর পদ্ধতির দাবিতে বাজিতপুরে জামায়াত ও ইসলামী দলগুলোর বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

5 بازدیدها· 26/09/25
MD JAHANGIR ALAM
MD JAHANGIR ALAM
3 مشترکین
3
که در سیاست

⁣কিশোরগঞ্জের বাজিতপুরে জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর (প্রোপোরশনারাল রেপ্রেজেন্টেশন) পদ্ধতিতে ফেব্রুয়ারীতেই নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবিতে জামায়াতসহ বিভিন্ন ইসলামী দলের উদ্যোগে গণবিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় বাজিতপুর মডেল মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাশমহলে এসে শেষ হয়। এতে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন।

এসময় উপস্থিত ছিলেন বাজিতপুর উপজেলা জামায়াতের নাইবে আমীর ডা. ইয়াকুত আলী, সাবেক নায়েবে আমীর ফারুক আহাম্মদ, সেক্রেটারি মোবারক উল্লাহ, কর্মপরিষদ সদস্য হাফেজ আব্দুল কাদির, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বাজিতপুর উপজেলা সাবেক সভাপতি নুর মোহাম্মদ, পৌর জামায়াতের সভাপতি রফিকুল ইসলাম, সেক্রেটারী জুবায়ের আহাম্মদ, ইসলামি আন্দোলন বাংলাদেশের সাধারণ সম্পাদক ডা. মুহাম্মদ সেলিম হায়দার, কিশোরগঞ্জ জেলা যুব অধিকার পরিষদের ক্রীড়া সম্পাদক মনসুর আলমসহ আরও অনেকে।

সমাবেশে বক্তারা বলেন, জুলাই সনদে ঘোষিত প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে হবে এবং পিআর পদ্ধতিতে ফেব্রুয়ারীতেই নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন দিতে হবে। তারা দাবি করেন, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে এই দেশে আর কোনো স্বৈরশাসক জন্ম নেবে না। একইসাথে ভোটের গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার দাবিও তারা তুলে ধরেন।

নেতৃবৃন্দ অভিযোগ করেন, বর্তমানে দেশে লুটপাট, চাঁদাবাজি ও খুন বেড়েই চলছে। তাদের বক্তব্য, পিআর পদ্ধতি ছাড়া এ সরকারের অধীনে কোনো নির্বাচন দেশের মানুষ মেনে নেবে না। তাই জনগণের ৫ দফা দাবি আদায়ে গণআন্দোলন গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা।

মিছিল শেষে বাশমহলে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ৫ দফা দাবি আদায় না হলে শিগ্রই আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

بیشتر نشان بده، اطلاعات بیشتر

 0 نظرات sort   مرتب سازی بر اساس


تا بعدی