close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

Tiếp theo

জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ৩৯ নং ওয়ার্ড যুব বিভাগ ---------ক্রীড়া প্রতিবেদক:

3 Lượt xem· 01/08/25
Al Mamun Gazi
Al Mamun Gazi
10 Người đăng ký
10
Trong Chính trị

⁣৩১ জুলাই বৃহস্পতিবার রাতে বন্দরটিলা

স্টার্মফোট ট্রার্ফ মাঠে অনুষ্ঠিত জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট -২০২৫ পুরস্কার বিতরণ অনুষ্ঠানে
বিশেষ অতিথি - চট্টগ্রাম মহানগরী মজলিশে শূরা সদস্য ও আমীর, ইপিজেড থানা মুহাম্মদ আবুল মোকাররম


বিশেষ মেহমান ইপিজেড থানা বি এম সেক্রেটারি ও ৩৯ ওয়ার্ড আমীর ওসমান গনি ,আরো উপস্থিত ছিলেন ইপিজেড থানা সহকারী বি এম সেক্রেটারি মাওলানা মোজাম্মেল হক,৩৯ নং ওয়ার্ড বি এম সেক্রেটারি আবদুর রহিম বিশ্বাস।
উক্ত টুর্নামেন্টে ইপিজেড থানা যুব ও ক্রীড়া বিভাগীয় দায়িত্বশীল মো: ফখরুল ইসলামের পরিচালনায় এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ৩৯ নং ওয়ার্ড অফিস সেক্রেটারি মামুন খান, ৩৯ নং ওয়ার্ড জামায়াত মনোনীত কাউন্সিলর পদপ্রার্থী অ্যাডভোকেট শাহেদ আলী,৩৮নং যুব ওয়ার্ড সভাপতি দাউদ কামাল সহ, সাংগঠনিক ওয়ার্ড সংগঠনের এর বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ।


আয়োজনে: বাংলাদেশ জামায়াতে ইসলামী ইপিজেড থানা, যুব ও ক্রীড়া বিভাগ চট্টগ্রাম মহানগরী।
খেলার রেফারি মোঃ কবির হোসেন, সহকারী মোঃ হাবিবুর রহমান, মোঃ সাব্বির হোসেন এবং ম্যাচ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন স্থানীয় ক্রীড়া সংগঠক ও সাংবাদিক মুহাম্মদ বাবুল হোসেন বাবলা । খেলার দ্বিতীয়ধ্যায়ে রাফি এর দেওয়া ২ গোলে ৩৮ নং ওয়ার্ড যুব বিভাগ কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ৩৯ নং ওয়ার্ড যুব বিভাগ।
জয়ী দলের রাফি সেরা গোলদাতা, সেরা খেলোয়াড় ইমাত উদ্দিন, সেরা গোল কিপার ওমর ফারুক, টুর্নামেন্টের সেরা খেলোয়াড় সাব্বির ও শহীদুল ইসলাম নির্বাচিত হন। এছাড়াও প্রতিটি খেলার সেরা খেলোয়াড়দের ট্রফি প্রদান করা হয়েছে।


প্রধান অতিথির বক্তব্যে শফিউল আলম বলেন, যুব সমাজ ও কিশোরদের অপরাধ কাজ থেকে বিরত থাকার জন্য খেলাধুলা ও সুষ্ঠু বিনোদন চর্চার মাধ্যমে গড়ে তুলতে হবে।তার জন্য খেলার মাঠ আবশ্যক, তিনি আগামী নির্বাচনে জয়ী হতে পারলে যথা উপযুক্ত মাঠের ব্যবস্থা করার ঘোষণা দিয়েছেন।

Cho xem nhiều hơn

 0 Bình luận sort   Sắp xếp theo


Tiếp theo