ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

Ang video na ito ay idinaragdag sa queue, mangyaring bumalik sa loob ng ilang minuto.
জুলাই অভ্যুত্থান স্মরনে দিনাজপুরে জামায়াতে ইসলামীর দিনব্যাপী কর্মসূচি।
স্টাফ রিপোর্টার, দিনাজপুর > জুলাই অভ্যুত্থান স্মরনে দিনাজপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর শহর কমিটির আয়োজনে গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপি নানান কর্মসূচি। শিক্ষার্থীদের জন্য ছিল কবিতা আবৃত্তি রচনা প্রতিযোগীতার আয়োজন।
ইনস্টিটিউট চত্তরে পালিত কর্মসূচির মধ্যে বিকালে আলোকচিত্র প্রদশর্নী উদ্বোধন করেন দিনাজপুর ১ আসনে ( বীরগঞ্জ -কাহারোল) জামায়াতে ইসলামীর মনোনিত প্রার্থী মতিউর রহমান। এসময় উপস্থিত ছিলেন শহর কমিটির আমির মাওলানা সিরাজুস সালেহীনসহ অন্যান্যরা।
এতে প্রদর্শিত হয়েছে আওয়ামী লীগের ১৫ বছরের শাসনামলে পিলখানায় সেনা কর্মকর্তাদের হত্যা, শাপলা চত্তরে তৌহিদী গণহত্যা এবং রাজনৈতিক
বিরোধীদের দমনে নির্যাতন গণহত্যাসহ বিভৎসতা নির্মমতার বর্বরচিত্র।
সন্ধ্যায় পুরস্কার বিতরনী এবং রাহবার সাংস্কৃতিক সংসদ এবং কালচারাল একাডেমি পরিবেশন করে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। এরই মধ্য দিয়ে শেষ করা হয় ৩৬ জুলাই বিপ্লবের ইতিহাস অনুভবের চেতনার গভীরতা।