close

লাইক দিন পয়েন্ট জিতুন!

Tiếp theo

জুলাই গণ অভ্যু্থান দিবসের কর্মসূচিতে ডিসির ক্ষমা প্রার্থনা

27 Lượt xem· 05/08/25
Salahuddin Ahmed
Salahuddin Ahmed
4 Người đăng ký
4

স্টাফ রিপোর্টার, দিনাজপুর > জুলাই বিপ্লবে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের আমন্ত্রন জানানো ছাড়াই ( বাদ দিয়ে) সরকারি ভাবে জুলাই গণঅভ্যুত্থান দিবসের কর্মসূচি পালনের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে দিনাজপুরে আন্দোলন সংশ্লিষ্ট শিক্ষার্থীরা। জবাবে কিছু উপদেশ বানী এবং উপমা টেনে সাফাই গেয়ে ভুলতারুটি হয়ে থাকলে শিক্ষার্থীদের কাছে ক্ষমা চেয়েছেন জেলা প্রশাসক রফিকুল ইসলাম।
আজ ৫ আগষ্ট জেলা প্রশাসনের উদ্যোগে পালিত জুলাই গণঅভ্যুত্থান দিবসের শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পনকে কেন্দ্র করে ওই পরিস্থিতি ঘটেছে।
বৈষ্যমহীন নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে জেলা প্রশাসন আয়োজিত কর্মসূচির মধ্যে সকাল ৯টায়⁣ বড় মাঠে জিমন্যাসিয়াম চত্বরে শহীদ জুলাই স্মৃতিস্তম্ভ পুষ্প স্তবক অর্পণ , সকালে ৯-১৫ মিনিটে শহীদ জুলাই স্মৃতিস্তম্ভ হতে শিশু একাডেমী পর্যন্ত জুলাই গণঅভ্যুথান দিবসের র‌্যালী, সকাল ১০ টায় শিশু একাডেমী মিলনায়তনে জুলাই শহীদ পরিবার,আহত,কারা নির্যাতিত এবং সন্মুখ জোদ্ধাদের মিলনমেলা , জুলাই শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত স্ব স্ব ধর্মীয় উপাসনালয়, বিকেল ৩টায় জুলাই শহিদ আন্তঃ উপজেলা ফুটবল টুনামেন্ট বড়মাঠ এবং সন্ধ্যায় কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে কাওয়ালী গানের আসর।
কর্মসূচি পালনের শুরুতেই ঘটে আপত্তি এবং বিপত্তির বিব্রতকর ঘটনা।

###

Cho xem nhiều hơn

 0 Bình luận sort   Sắp xếp theo


Tiếp theo