close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

تا بعدی

যৌথবাহিনীর অভিযানে পুশকৃত চিংড়ী আটক, ছয়জনকে জরিমানা

4 بازدیدها· 10/05/25
Ranajit Barman
Ranajit Barman
مشترکین
0
که در

⁣শ্যামনগরে যৌথবাহিনীর অভিযানে পুশকৃত চিংড়ী আটক, ছয়জনকে জরিমানা

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বাগদা চিংড়ীতে অপদ্রব্য পুশের অভিযোগে ভ্রাম্যমান আদালতে ছয়জনকে দুই লক্ষাধিক টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার(১০মে) দুপুরে উপজেলার নুরনগর ইউনিয়নের কামারপাড়া বাজারে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে জেলি পুশকৃত ৫১২ কেজি বাগদা চিংড়ী, পুশের সিরিঞ্জ, রাসায়নিক ক্যামিকাল, জেলি সহ অন্যান্য কিছু আটক করে যৌথ বাহিনী।

এ সময় চিংড়ীতে পুশ করার অভিযোগে শ্যামনগর উপজেলার নুরনগর বাজারের চিংড়ী ব্যবসায়ী জাহাঙ্গীর সহ অপর পাঁচ ব্যবসায়ীকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতে জাহাঙ্গীর হাসানকে ১ লক্ষ টাকা ও অপর পাঁচজনকে ১ লক্ষ ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দকৃত চিংড়ী গুলি জনসম্মুখে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ আল রিফাত। ⁣অভিযানকালে কালীগঞ্জ সেনাক্যাম্পের ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট রাদীদ রায়হান, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার শ্যামনগর তুষার মজুমদার, উপজেলার ডিজিএফআই এর দায়িত্বরত কর্মকর্তা সার্জেন্ট আল মামুন, শ্যামনগর থানা পুলিশ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

بیشتر نشان بده، اطلاعات بیشتر

 0 نظرات sort   مرتب سازی بر اساس


تا بعدی