কমেন্ট করুন পয়েন্ট জিতুন!
জোয়ারে ভেসে যাচ্ছে জনজীবন:
সাগরের তীব্র স্রোতের ধাক্কায় কক্সবাজারের
কুতুবদিয়া উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের তাবালেরচর, বায়ু বিদুৎ, সাইট পাড়া এলাকায় বেড়িবাঁধ
সম্পূর্ণভাবে ভেঙে গেছে। এছাড়া উত্তর ধুরুং ইউনিয়নের মিয়ারা কাটা,
কায়ছার পাড়াসহ কয়েকটি এলাকা প্লাবিত হয়েছে।এতে লোকালয় ও কৃষিজমি সাগরের পানিতে
তলিয়ে গেছে।
জানা যায়, শুক্রবার ভোরে সাইট পাড়ায় বেড়িবাঁধ একদম ধসে
পড়লে ১নং ওয়ার্ডের প্রায় বাড়িঘর সাগরের পানিতে ডুবে যায়। বিশেষ করে কাজির পাড়া সম্পূর্ণভাবে প্লাবিত হয়ে
কাহার পাড়ায়
অন্তত ৫০টি বাড়িঘর পানিতে ডুবে যায় এবং সাইট পাড়ার ১০টি বাড়ি ভেঙে গেছে,
বাকিটা সাগরে
বিলীন হয়ে গেছে। রোমাই পাড়ায় আরও ১৫টি বাড়ি সাগরে ধ্বংস হয়েছে বলে স্থানীয় সূত্রে
জানা গেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, বছরের পর বছর ধরে বেড়িবাঁধ ভেঙে
যাওয়ার ঝুঁকি নিয়ে বসবাস করলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি।
ক্ষোভ প্রকাশে তারা বলেন," লাভ—কাজের সময় তাদের দেক
বাঁধ ধ্বংস হয়ে যাওয়ায় ধানচাষের বিস্তীর্ণ জমিও
পানির নিচে চলে গেছে। এতে কৃষি, বসতভিটা ও জীবিকার উপর চরম প্রভাব পড়বে বলে
আশঙ্কা করা হচ্ছে।
এব্যাপারে, কুতুবদিয়া পানি উন্নয়ন বোর্ডের
উপসহকারী প্রকৌশলী এলটন চাকমা বলেন, জরুরি ভিত্তিতে বাঁধ পুনর্নির্মাণের
কাজ চলমান রয়েছে।বৈরিআবহাওয়ার কারণে সাগর উত্তাল রয়েছে।পানি স্বাভাবিক হলে কাজ পুনঃরায়
শুরু হবে।
স্থানীয়দের দাবি অবিলম্বে জরুরি ভিত্তিতে বাঁধ
পুনর্নির্মাণ ও ক্ষতিগ্রস্তদের জন্য পুনর্বাসনের ব্যবস্থা নেওয়া হোক।