close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

Strax

ঝালকাঠিতে টানা বৃষ্টিতে চরম ভোগান্তি, রাস্তাঘাট জনশূন্য, আয়-রোজগারে ধস খেটে খাওয়া মানুষের

4 Visningar· 07/07/25
MD  IMRAN MUNSHI
MD IMRAN MUNSHI
Prenumeranter
0
I

ঝালকাঠির কাঁঠালিয়া ও রাজাপুরে টানা বৃষ্টিপাতে জনজীবনে নেমে এসেছে চরম ভোগান্তি। সোমবার সকাল থেকে একনাগাড়ে বৃষ্টির কারণে উপজেলাজুড়ে রাস্তাঘাট ফাঁকা হয়ে পড়েছে। কর্মমুখী মানুষ ঘর থেকে বের হতে না পারায় খেটে খাওয়া মানুষের আয়-রোজগারে পড়েছে বড় ধরনের ধস।

ঝালকাঠির কাঁঠালিয়াতে ও রাজাপুর উপজেলা শহরের বিভিন্ন ইউনিয়নের বাজার এলাকা, বাসস্ট্যান্ড, উপজেলা সড়কসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলো ঘুরে দেখা গেছে সড়কে যানবাহন নেই বললেই চলে। লোকজনের চলাচলও ছিল একেবারে সীমিত। বেশিরভাগ দোকানপাট ছিল বন্ধ। বিশেষ করে দিনমজুর, রিক্সা চালক, ভ্যানচালক, নির্মাণ শ্রমিকসহ নিম্নআয়ের মানুষজন আজ কাজের সুযোগ না পেয়ে চরম দুর্ভোগে পড়েছেন।

একাধিক রিকশাচালক মোটরসাইকেল চালকরা বলেন, "সকালে বের হইছি, কিন্তু যাত্রী নাই। ভিজে ভিজে এখনো এক টাকা ইনকাম করতে পারি নাই। কীভাবে ঘরে খাবার উঠবে জানি না।"

বৃষ্টির কারণে অনেক স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। নিন্মাঞ্চল প্লাবিত হওয়ায় বাড়ি থেকে বের হওয়াও কঠিন হয়ে দাঁড়িয়েছে। স্কুলগামী শিক্ষার্থী ও রোগীদের চলাচলেও চরম অসুবিধা দেখা দিয়েছে। আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, বরিশাল ও আশপাশের অঞ্চলে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টিপাত হচ্ছে এবং তা আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টা অব্যাহত থাকতে পারে।

Visa mer

 0 Kommentarer sort   Sortera efter


Strax