اگلا

ঝালকাঠিতে বিএনপির রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা'র প্রতি আস্থা: ৫০০'র বেশি সনাতন ধর্মাবল

4 مناظر· 05/10/25
MD  IMRAN MUNSHI
MD IMRAN MUNSHI
7 سبسکرائبرز
7
میں سیاست


ঝালকাঠি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামত ও সংস্কারের ৩১ দফা'র প্রতি সমর্থন ও আস্থা জানিয়ে ঝালকাঠিতে পাঁচ শতাধিক (৫০০+) সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছেন।
রবিবার (০৫ অক্টোবর) বিকেল ৪টায় ঝালকাঠি সদর উপজেলার ৫নং কিত্তিপাশা ইউনিয়ন বিএনপি'র উদ্যোগে স্থানীয় খাজুরা বিদ্যালয় মাঠে আয়োজিত এক মতবিনিময় সভায় এই যোগদান প্রক্রিয়া সম্পন্ন হয়।
বিপুল সংখ্যক সনাতন ধর্মাবলম্বীর যোগদান
স্থানীয় সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষেরা এই দিন প্রাথমিক সদস্য ফরম গ্রহণ করে ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মো: শাহাদাৎ হোসেনের হাতে ফুল দিয়ে দলে যোগ দেন।
যোগদানকারী সনাতন ধর্মাবলম্বীরা জানান, রাষ্ট্র কাঠামো মেরামত ও সংস্কারের ৩১ দফায় সনাতন ধর্মাবলম্বী সহ সকল ধর্ম, বর্ণ ও গোত্রের মানুষের সমান অধিকার সুনিশ্চিত করার প্রতিশ্রুতির কারণেই তারা বিএনপির প্রতি আস্থাশীল হয়ে এই দলে যুক্ত হয়েছেন।
মতবিনিময় সভায় নেতৃবৃন্দ
কিত্তিপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আনিসুজ্জামান চপলের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভার প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব ও ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির সভাপতি, ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট মো: শাহাদাৎ হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি সদর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক এস এম এজাজ হাসান, সাধারণ সম্পাদক মোঃ খোকন মল্লিক, ঝালকাঠি পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট নাসিমুল হাসান এবং ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য (দপ্তরের দায়িত্বে) অ্যাডভোকেট মো. মিজানুর রহমান মুবিন।
কিত্তিপাশা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক প্লেটোর সঞ্চালনায় মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন—
* ঝালকাঠি সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি বাবু চন্দন পোদ্দার
* পৌর বিএনপির সহ-সভাপতি বিষ্ণু পদ ধর
* ঝালকাঠী জেলা তাঁতী দলের সভাপতি বাচ্চু হাসান
* ঝালকাঠী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ গিয়াস সরদার দিপু
* স্থানীয় সনাতন ধর্মের পক্ষ থেকে অমিত, সঞ্জয়, গীতা মন্ডল, পুলক প্রমুখ।
বক্তারা বিএনপির রাষ্ট্র কাঠামো সংস্কারের রূপরেখা সাধারণ জনগণের কাছে তুলে ধরেন এবং গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। প্রধান অতিথি অ্যাডভোকেট মো: শাহাদাৎ হোসেন নতুন যোগদানকারী সকল সদস্যকে স্বাগত জানান এবং তাদের প্রতি সমান মর্যাদা ও অধিকার নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।

مزید دکھائیں

 1 تبصرے sort   ترتیب دیں


Md Hamidul Islam
Md Hamidul Islam پہلے 15 دن

U

1    0 جواب دیں۔
مزید دکھائیں

اگلا