close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

הבא

ঝালকাঠির নলছিটিতে ইসলামি আন্দোলন এর "দ্য ওয়ার্ল্ড ফর গাজা" কর্মসূচি পালন।

7 צפיות· 07/04/25
MD  IMRAN MUNSHI
MD IMRAN MUNSHI
מנויים
0

ফিলিস্তিনি মুসলিমদের উপরে ইসরাইলী দখলদার বাহিনীর নৃশংস গনহত্যার বিরুদ্ধে বিশ্বব্যাপী হরতালের কর্মসূচির সাথে সংহতি জানিয়ে ঝালকাঠির নলছিটিতে সোমবার ৭ মার্চ সকাল এগারোটায় বিক্ষোভ মিছিল করেছে ইসলামি আন্দোলন বাংলাদেশ নলছিটি উপজেলা শাখা।

এতে নেতৃত্ব দেন ইসলামি আন্দোলনের নলছিটি উপজেলার সভাপতি মাওলানা শাহজালাল হোসাইন জিহাদি, সাধারণ সম্পাদক মাওলানা মাঈনুল ইসলাম,মাওলানা আব্দুল কুদ্দুস,মাওলানা আনিসুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামি ছাত্র আন্দোলনের নলছিটি উপজেলার সভাপতি আবু মূসা সরদার,মাহবুব হোসেন,সাইফুল ইসলাম সহ ইসলামি আন্দোলনের নেতা কর্মীরা।

এছাড়াও সর্বস্তরের সাধারণ জনতা এ বিক্ষোভ মিছিলে অংশ নেন।

বিক্ষোভ মিছিলটি নলছিটি বাস স্ট্যান্ড থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিন করে লঞ্চঘাট ইসলামি আন্দোলনের কার্যালয় হয়ে শহীদ সেলিম তালুকদার স্মৃতি চত্তরে এসে শেষ হয়।

להראות יותר

 0 הערות sort   מיין לפי


הבא