close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

Susunod

ঝালকাঠির কাঁঠালিয়াতে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন

9 Mga view· 10/08/25
MD  IMRAN MUNSHI
MD IMRAN MUNSHI
7 Mga subscriber
7

⁣ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলায় সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের প্রতিবাদে স্থানীয় দুই প্রেসক্লাব পৃথকভাবে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। কাঁঠালিয়া উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত এই মানববন্ধনে স্থানীয় সাংবাদিক, সামাজিক কর্মী এবং সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনটি আয়োজন করে কাঁঠালিয়া প্রেসক্লাব। এতে উপস্থিত ছিলেন এটিএন বাংলা, অনন্য গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ। বক্তারা তুহিন হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে বলেন, "সাংবাদিকরা সমাজের দর্পণ। তাদের ওপর হামলা বা হত্যার ঘটনা গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ।"

অন্য মানববন্ধন কর্মসূচিতে বলা হয় । সেখানে উপস্থিত ছিলেন নয়া দিগন্ত ও অনন্য সাংবাদিকবৃন্দ বক্তারা তুহিন হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি করেন এবং অতীতে ঘটে যাওয়া সাগর-রুনি হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে নিয়ে আসেন। তারা বলেন, "এ ধরনের হত্যাকাণ্ডের যথাযথ তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না হলে, সাংবাদিকরা নিরাপত্তাহীনতায় ভুগবেন।"

এই দুটি মানববন্ধনই কাঁঠালিয়া উপজেলায় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। স্থানীয় জনসচেতন ব্যক্তিবর্গও এই কর্মসূচিতে অংশ নেন। উপস্থিত জনতা তুহিন হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে বলেন, "নিরপেক্ষ সংবাদ মাধ্যম প্রচারের ব্যবস্থা জোরদার এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।"

সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা এবং স্বাধীনতা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ করা হয়। তুহিন হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের মাধ্যমে সাংবাদিক সমাজের উপর আস্থা ফিরিয়ে আনার আহ্বান জানানো হয়। এই মানববন্ধন কর্মসূচি তুহিন হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে ধরা হচ্ছে।

Magpakita ng higit pa

 4 Mga komento sort   Pagbukud-bukurin Ayon


Md Rafin
Md Rafin 2 buwan kanina

V

0    0 Sumagot
Sazmul Islam
Sazmul Islam 2 buwan kanina

C

2    0 Sumagot
Minti Ahmmed
Minti Ahmmed 2 buwan kanina

দ্রুত ফাঁসি চাই

2    0 Sumagot
Md Hamidul Islam
Md Hamidul Islam 2 buwan kanina

O

3    0 Sumagot
Magpakita ng higit pa

Susunod