Следующий

যে যাই বলুক নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে: ইকবাল হাসান টুকু

34 Просмотры· 02/09/25
Juwel Hossain
Juwel Hossain
37 Подписчики
37

⁣বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু অভিযোগ করে বলেছেন, দেশের বিদ্যুৎ খাতে চরম দুর্নীতি ও অব্যবস্থাপনা চলছে। তিনি বলেন, “আমরা ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছিলাম। এখন সেই বিদ্যুৎ কিনতে হয় প্রিপেইড কার্ডের মাধ্যমে, ১০০ টাকার বিদ্যুৎ কিনলে মিটারে ওঠে ৭০ টাকা।”

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নে গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সিরাজগঞ্জ-১ থেকে পুনরায় সিরাজগঞ্জ-২ আসনে অন্তর্ভুক্ত হওয়ায় এই সংবর্ধনার আয়োজন করা হয়।

ইকবাল হাসান মাহমুদ টুকু আরও বলেন, “গত ১৭ বছরে শেখ হাসিনা উন্নয়নের নামে বিদেশি ঋণ এনে লুটপাট করেছেন। দেশকে শ্মশানে পরিণত করে এখন পালিয়ে বেড়াচ্ছেন। আগামীর সরকারকে এই ঋণের বোঝা বইতে হিমশিম খেতে হবে।”

তিনি অভিযোগ করেন, “শেখ হাসিনা শুধু রাজনৈতিক প্রতিপক্ষ নয়, বরং পুলিশ, সেনাবাহিনীসহ সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছেন। দেশের মানুষ কেউই তার রোষানল থেকে রেহাই পায়নি।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও বহুলী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রেজাউর রহমান ফিরোজ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।

গণসংবর্ধনা অনুষ্ঠানটি ছিল স্থানীয় নেতাকর্মীদের জমজমাট উপস্থিতিতে সরব ও প্রাসঙ্গিক রাজনৈতিক বক্তব্যে পরিপূর্ণ।

Показать больше

 1 Комментарии sort   Сортировать по


Sharier Shohan
Sharier Shohan 2 месяцы тому назад

ফেব্রুয়ারিতে নির্বাচন সম্ভব না।

1    0 Ответить
Juwel Hossain
Juwel Hossain 2 месяцы тому назад

আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ

   0    0
Показать больше

Следующий