close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

次に

জবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে নারীর স্বাস্থ্য সচেতনতায় সেমিনার

5 ビュー· 16/08/25
Imtiaz Uddin
Imtiaz Uddin
1 加入者
1
国立

⁣জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে 'নারীর স্বাস্থ্য কথন' শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের শহিদ সাজিদ ভবনের ম্যানেজমেন্ট বিভাগের ২১৫ নং রুমে এই সেমিনারের আয়োজন করা হয়। এই সেমিনারটি মোনালিসা স্যানিটারি ন্যাপকিনের সহযোগিতায় আয়োজিত হয়, যা 'মেনস্ট্রুয়াল হাইজিন এ্যাওয়ারনেস ইনিশিয়েটিভ-২০২৫' বিষয়ক সচেতনতামূলক আলোচনা অন্তর্ভুক্ত করে।

সেমিনারের সঞ্চালনা করেন জান্নাতুল মাওয়া লিসা এবং সভাপতিত্ব করেন বসুন্ধরা শুভ, জবি শাখার সভাপতি মোঃ জুনায়েদ শেখ। সেমিনারে নারীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন বিষয় আলোচনা করা হয়। এছাড়াও, উপস্থিত নারী শিক্ষার্থীদের জন্য একটি কুইজ প্রতিযোগিতা আয়োজন করা হয়, যেখানে প্রথম দশজন বিজয়ীকে পুরস্কৃত করা হয়। অংশগ্রহণকারী প্রত্যেক নারী শিক্ষার্থীকে বসুন্ধরা শুভ সংঘের পক্ষ থেকে উপহার প্রদান করা হয়।

সেমিনারটিতে তিন শতাধিক নারী শিক্ষার্থী ও বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকা অংশগ্রহণ করেন। সেমিনারটি দুপুর ৩টায় শুরু হয়ে বিকাল ৫টায় সমাপ্ত হয়। এই ধরনের সেমিনার নারীর স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বর্তমান সমাজে নারীদের স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বাড়ানোর প্রয়োজনীয়তা অত্যন্ত জরুরি, যা এই সেমিনারের মাধ্যমে স্পষ্ট হয়ে ওঠে।

বিশেষজ্ঞরা মনে করেন, এই ধরনের উদ্যোগগুলি নারীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে সহায়ক হতে পারে এবং ভবিষ্যতে নারীদের স্বাস্থ্য সম্পর্কিত আরও উদ্যোগ গ্রহণ করার জন্য অনুপ্রাণিত করবে।

もっと見せる

 0 コメント sort   並び替え


次に