জাতীয় নাগরিক পার্টির গণসংযোগ কর্মসূচি ভেলানগর বাজারে
5
0
36 Ansichten·
26/04/25
Im
Politik
গৌরব সাহা, আই নিউজ বিডি | নরসিংদী, ২৪ এপ্রিল ২০২৫
নরসিংদী জেলখানার মোড় সংলগ্ন ভেলানগর বাজারে আজ জাতীয় নাগরিক পার্টির এক গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
এই কর্মসূচিতে নেতৃত্ব দেন দলের যুগ্ম-আহ্বায়ক সারোয়ার তুষার।
সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে জাতীয় নাগরিক পার্টির বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন দলের উত্তরাঞ্চলের সংগঠক অ্যাডভোকেট শিরিন আক্তার শেলি, যিনি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের সঙ্গে কথা বলেন এবং দলীয় প্রচারপত্র বিতরণ করেন।
স্থানীয় জনগণের মধ্যে এ আয়োজনকে ঘিরে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। অনেকেই দলটির উদ্যোগকে স্বাগত জানিয়ে রাজনৈতিক সচেতনতার গুরুত্ব তুলে ধরেন।
Zeig mehr
0 Bemerkungen
sort Sortiere nach