close
লাইক দিন পয়েন্ট জিতুন!
জামায়াতে ইসলামির ঈদপূনর্মিলনী
0
0
8,551 مناظر·
01/04/25
میں
ضلع کی خبریں
কচুয়ার সাচার ও আশ্রাফপুরে জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান শাহাদাত হোসেন মুন্সীঃ ১ এপ্রিল মঙ্গল বার বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুরের কচুয়ার ১নং সাচার ইউনিয়নে সাচার উচ্চ বিদ্যালয় মাঠে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উপজেলা আমির এডভোকেট আবু তাহের মেজবার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াত জেলা নায়েবে আমির এডভোকেট মাসুদুুল ইসলাম বুলবুল, কচুয়া হতে এমপি পদপ্রার্থী মাওলানা আবু নসর আশরাফি, মাস্টার সিরাজুল ইসলাম, শাহাদাত হোসেন, ১২নং চেয়ারম্যান প্রার্থী আহসান হাবিব সুমন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান মাসুম বিল্লাহ মাদানী ও সাবেক ছাত্রশিবির জেলা সভাপতি মাওলানা মনির হোসাইন হেলালী প্রমুখ।
مزید دکھائیں
0 تبصرے
sort ترتیب دیں
