জামায়াত-শিবিরের বিরুদ্ধেই কেন অপপ্রচার চালানো হলো?
1
0
2 Visninger·
05/05/25
তাহলে প্রশ্ন ওঠে—শুধু একচেটিয়াভাবে জামায়াত-শিবিরের বিরুদ্ধেই কেন অপপ্রচার চালানো হলো?
ঘটনায় তো কেবল জামায়াত-শিবির নয়, স্থানীয় বিএনপি এবং সাধারণ অনেক মানুষও যুক্ত ছিল। তবুও দেখা গেল, বারবার লক্ষ্যভ্রষ্টভাবে দায় চাপানো হলো কেবল জামায়াত-শিবিরের ওপর। সবচেয়ে অবাক করার বিষয়, লিস্টের কিছু বিএনপি-সমর্থিত ভাইয়েরাই ঝাঁপিয়ে পড়লেন জামায়াত-শিবিরের বিরুদ্ধে পোস্ট আর স্ট্যাটাস দিতে।
এই জগতে হায়!
যা কিছু ঘটে, তার অর্ধেকের জন্য দায়ী করা হয় জামায়াতকে,
আর বাকি অর্ধেকের জন্য শিবিরকে!
(শিবিরের উপর দায় দিয়ে দাও)
Vis mere
0 Kommentarer
sort Sorter efter