close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

تا بعدی

ঈদ উদযাপন শেষে নিজ নিজ কর্মস্থলে ফিরছে মানুষ।

13 بازدیدها· 04/04/25
Rabiul Alam
Rabiul Alam
3 مشترکین
3

⁣ঈদ শেষে ফিরতি যাত্রায়ও স্বস্তি কর্মস্থলে ফিরতে শুরু করেছেন কর্মজীবিরা। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজটের কোনো ভোগান্তি না থাকায় প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন শেষে স্বাচ্ছন্দ্যেই ফিরছেন বিভিন্ন পেশার মানুষ।


তবে কুমিল্লার ৩টি বাস টার্মিনালসহ জেলার মহাসড়কের পাশে বাসে ওঠতে দীর্ঘ ক্ষণ পরিবার পরিজন নিয়ে বাসের অপেক্ষায় দাড়িঁয়ে দেখা গেছে। মহাসড়ক অন্যদিনের তুলনায় ছিল ফাঁকা। নিজ কর্মস্থল বা নিকট আত্নীয়র বাড়িতে যেতে বাস টার্মিনালগুলো ভীড় ছিলো লক্ষণীয়।



বাস মালিক ও শ্রমিকরা জানিয়েছেন,ভোর থেকেই ঈদ শেষে নিজকর্মস্থলে ফিরতে শুরু করেছেন কুমিল্লাবাসী। আগামী কয়েক দিন এ ধারা অব্যাহত থাকবে। তবে ঢাকা থেকে বাস অনেকটা খালি অবস্থায় ছাড়ছে বলে জানিয়েছেন তারা।


ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যাত্রীরা বলছেন প্রশাসনের তাৎপরতায় এবার ঈদ যাত্রায় কোনো ভোগান্তিতে পড়তে হয়নি।বিভিন্ন বাস সার্ভিসের কাউন্টারগুলোতে যাত্রীদের ভিড় দেখা গেছে।


ঈদযাত্রায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার ১০৫কিলোমিটার মহাসড়কে চলাচল নির্বিঘ্ন রাখতে মহাসড়কের গুরুত্বপূর্ণ ১২টি হটস্পট এলাকাগুলোতে সতর্ক অবস্থানে রয়েছে সেনাবাহিনীর সদস্য, হাইওয়ে পুলিশ সদস্যরা।

بیشتر نشان بده، اطلاعات بیشتر

 0 نظرات sort   مرتب سازی بر اساس


تا بعدی