close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

التالي

হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলাজুড়ে চলছে মণ্ডপে মণ্ডপ, উৎসব

11 المشاهدات· 03/10/25
IBRAHIM SHEAK
IBRAHIM SHEAK
مشتركين
0
في دولي / ترخيص إدارة الحقوق (RM)

⁣হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা,পূজা পরিদর্শন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলকেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ ৪ আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী জননেতা জনাব সাইফুল ইসলাম ফিরোজ , ঝিনেদা জেলা কালিগঞ্জ উপজেলা শাখার বিভিন্নস্থানের শারদীয় দুর্গাপূজা,পূজা পরিদর্শন করেনতারেক রহমানের নির্দেশে বিভিন্ন পূজা মন্ডপে হিন্দু সম্প্রদায়ের মানুষের সাথে কথা বলে তাদের খোজ খবর নিয়েছেন। পরিদর্শন করেন ও আর্থিক অনুদান প্রদান করেন। তিনি বলেন, “এদেশে হিন্দু মুসলিম ভাই ভাই। এদেশের মাটি যেমন আমাদের, তেমন হিন্দু ভাইদের। এখানে কোন ভেদাভেদ নেই।” হিন্দু সম্প্রদায়ের মানুষেরা যাতে নির্বিঘ্নে অনুষ্ঠান উদযাপন করতে পারে সেই সহযোগিতার কথাও তিনি বলেন এবং সকলের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন। শারদীয় দুর্গাপূজা, সবাইকে শুভেচ্ছা জানিয়েছ।

أظهر المزيد

 0 تعليقات sort   ترتيب حسب


التالي