গুইসাপ খাওয়ার জন্য হ*ত্যা করে বস্তায় নিয়ে যাচ্ছে
2
0
5 Visualizações·
16/05/25
Dentro
Nacional
গুইসাপ খাওয়ার জন্য হ*ত্যা করে বস্তায় নিয়ে যাচ্ছে। শুক্রবার (১৬ মে) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে চট্টগ্রামের কর্ণফুলীর ১২ নম্বর ঘাট এলাকায় এ দৃশ্য চোখে পড়ে।
একসময় বাংলাদেশের বনজঙ্গল, ঝোপঝাড় ও কৃষি জমিতে প্রায়ই গুইসাপের দেখা মিলতো। কিন্তু এখন তেমন একটা দেখা যায় না৷ আজকাল এই নিরীহ উপকারী প্রাণীটি বিভিন্ন কারণে আমাদের চারপাশের পরিবেশ থেকে হারিয়ে যাওয়ার পথে।
নিরীহ এই প্রাণীটি বিলুপ্তির জন্য দায়ী মূলত মানুষই। গুইসাপ আমাদের তেমন একটা ক্ষতি করে না। বেশিরভাগই উপকার করে। পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য এই প্রাণীটির অবদান সবচেয়ে বেশি। এটা আমাদের চারপাশের বিষধর সাপ খেয়ে আমাদের এদের আক্রমণ থেকে রক্ষা করে।
Mostre mais
0 Comentários
sort Ordenar por