ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!
গণভোট সচেতনতামূলক ওপেন এয়ার কনসার্ট || গলাচিপা
৩৪ বছর পর আবারও গণভোটে অংশগ্রহণের সুযোগ পাচ্ছে দেশের মানুষ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে একই সময়ে গণভোটের মাধ্যমে ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট দিয়ে জনগণ সরাসরি মতামত প্রকাশ করতে পারবে।
এই ঐতিহাসিক প্রেক্ষাপটে পটুয়াখালীর গলাচিপায় গণভোট, নাগরিক অধিকার, সংবিধান পরিবর্তন ও শাসনব্যবস্থার সংস্কার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজন করা হয় ব্যতিক্রমধর্মী ওপেন এয়ার কনসার্ট।
অনুষ্ঠানে অংশ নেন চ্যানেল আইয়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী বনি আমিন, অভিনেতা সামিউল রহমান ভূঁইয়া (ভাইসাব), কণ্ঠশিল্পী টুম্পা, আরিশা তামান্না ও ওহিদুল রাহাত। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান গণতন্ত্র ও নাগরিক অধিকার বিষয়ে তরুণ সমাজকে সচেতন করার গুরুত্ব তুলে ধরেন।
ভিডিওতে দেখুন—অনুষ্ঠানের মুহূর্ত, মানুষের অংশগ্রহণ এবং গণভোট বিষয়ে গুরুত্বপূর্ণ বার্তা।
স্থান: গলাচিপা, পটুয়াখালী
তারিখ: ১৪ জানুয়ারি ২০২৬
প্রতিবেদন: গুজিয়া সংবাদ
