গলাচিপায় সেতু ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন! ডিঙি নৌকায় ঝুঁকিপূর্ণ পারাপার | Panpatti–Sadar Bridge Collapse
2
0
16 ভিউ·
18/11/25
ভিতরে
জেলার খবর
পটুয়াখালীর গলাচিপায় পানপট্টি ও সদর ইউনিয়নের সংযোগ সেতুটি ভেঙে পড়েছে। এতে দুই ইউনিয়নের হাজারো মানুষ সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন।
শিক্ষার্থী, শিক্ষক, শ্রমজীবী ও সাধারণ মানুষ প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে ছোট ডিঙি নৌকায় খাল পার হচ্ছেন। দীর্ঘদিন জরাজীর্ণ সেতুটি সংস্কারের দাবি জানালেও কোনো উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ—অবশেষে সেতুটি সম্পূর্ণ ধসে পড়ে।
স্থানীয়দের দাবি—ত্বরিতভাবে নতুন সেতু নির্মাণ না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
পুরো ভিডিওতে দেখুন—স্থানীয়দের দুর্ভোগ, তীব্র ক্ষোভ ও প্রশাসনের বক্তব্য।
আরো দেখুন
0 মন্তব্য
sort ক্রমানুসার
