close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

下一个

গাজিপুর যেন ভোগান্তির এক স্থায়ী ঠিকানা হয়ে দাঁড়িয়েছে - আই নিউজ বিডি

23 意见· 18/06/25
SHARIF MIA
SHARIF MIA
5 订户
5

⁣ভোগান্তির আরেক নাম—গাজীপুর চৌরাস্তা।
গাজীপুর চৌরাস্তা যেন ভোগান্তির এক স্থায়ী ঠিকানা হয়ে দাঁড়িয়েছে। আবারও শুরু হয়েছে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাম পাশের ড্রেন খননের কাজ। প্রতিদিন হাজার হাজার যানবাহনের চাপের মাঝে এই খননকাজ যেন দুর্ভোগকে আরও কয়েকগুণ বাড়িয়ে তুলেছে।

এর সঙ্গে যোগ হয়েছে আরেক নতুন যন্ত্রণা—চৌরাস্তার প্রাণকেন্দ্রে জমে থাকা ময়লার স্তূপ। দিনের পর দিন পরিষ্কার না হওয়ায় এই বর্জ্য এখন এক বিপজ্জনক দৃষ্টিনন্দনতা। বৃষ্টি নামলেই এই ময়লা পানির সঙ্গে মিশে চারপাশে ছড়িয়ে পড়ে, যার ফলে সৃষ্টি হয় দুর্গন্ধ, স্বাস্থ্যঝুঁকি ও নোংরা পরিবেশ।

জনগণের ন্যূনতম নাগরিক সুবিধার কথা বিবেচনা না করেই যেন এসব উন্নয়নকাজ চালানো হচ্ছে। গাজীপুর চৌরাস্তার এই নৈরাজ্যকর অবস্থার দ্রুত সমাধান না হলে জনজীবন আরও অসহনীয় হয়ে উঠবে।

显示更多

 0 注释 sort   排序方式


下一个