close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

次に

গাজায় গণহত্যার প্রতিবাদে ভালুকায় ছাত্রদলের বিক্ষোভ ও সমাবেশ

17 ビュー· 08/04/25
ইমন সরকার
0

ইমন সরকার, ভালুকা উপজেলা প্রতিনিধি


⁣গাজায় চলমান ইতিহাসের নিকৃষ্টতম গণহত্যার প্রতিবাদে ময়মনসিংহের ভালুকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুর ১২টায় ভালুকা উপজেলা, পৌর এবং সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

বিক্ষোভে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী অংশ নেন। তারা ‘Free Palestine’, ‘Stop Killing Innocents’ লেখা প্ল্যাকার্ড ও ফিলিস্তিনের পতাকা নিয়ে প্রতিবাদ জানান।

মিছিলটি পাঁচ রাস্তা মোড় থেকে শুরু হয়ে ভালুকা বাজার ঘুরে ঈদগাহ মাঠে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন ভালুকা পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ হাতেম খান। প্রধান বক্তা ছিলেন ভালুকা উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য ও ছাত্রনেতা রাফি উল্যাহ চৌধুরী।
বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন ভালুকা সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব মাহিদ আল হাসান মৃদুল এবং ভালুকা সদর ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক হামিদুর রহমান তুষারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

স্থানীয়রা শিক্ষার্থীদের এই মানবিক প্রতিবাদে করতালি দিয়ে সমর্থন জানান।

もっと見せる

 0 コメント sort   並び替え


次に