ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!
- National
- Politics
- International
- Crime
- Law-Court
- Entertainment
- Religion and Education
- District News
- Exclusive
- Sports News
- Agriculture-Economy and Trade
- Interview
- Ramadan
- Documentary
- Health & Beauty
- Earn Money Online
- Kids
- Tech Review
- Book Review
- History
- Tour and Travel
- Stock Market
- Bangladesh
- Stock Video Footage
- Podcast
- Fact Checking
- Other
এবারেও দেশসেরা ঝালকাঠির এনএস কামিল মাদরাসা।
মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা গাজী শহিদুল ইসলাম বলেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত আযীযুর রহমান কায়েদ প্রতিষ্ঠিত এই মাদরাসায় এবার পাসের হার ৯৯ দশমিক ৭৭ শতাংশ এবং জিপিএ-৫ প্রাপ্তির হার প্রায় ৫৪ শতাংশ। অন্যদিকে ঢাকার দারুন্নাজাত আলিয়া মাদরাসায় পাসের হার ছিল ৯৬ শতাংশ এবং তামিরুল মিল্লাত কামিল মাদরাসায় ৯৭ শতাংশ। গড় ফলাফলে এনএস কামিল মাদরাসা দেশের সেরা হিসেবে বিবেচিত হয়েছে।
মেধা ও চরিত্র বিকাশে অতুলনীয় এই শিক্ষা প্রতিষ্ঠান এবারও মাদরাসা বোর্ডে তাদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে। প্রতি বছরের ন্যায় এবারও ৯৯.৭৭% পাশের হার নিয়ে মাদরাসাটি ফলাফলের শীর্ষে নিজেদের অবস্থান ধরে রেখেছে।
• মোট অংশগ্রহণকারী: ৪২৭ জন
• মোট কৃতকার্য: ৪২৬ জন
• পাশের হার: ৯৯.৭৭%
• মোট A+: ২২৭ জন
• মোট A গ্রেড: ১৮৫ জন
বিভাগভিত্তিক সাফল্য:
• সাধারণ বিভাগ: A+ ১১০ জন, A গ্রেড ১২৯ জনমেধা ও চরিত্র বিকাশে অতুলনীয় এই শিক্ষা প্রতিষ্ঠান এবারও মাদরাসা বোর্ডে তাদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে। প্রতি বছরের ন্যায় এবারও ৯৯.৭৭% পাশের হার নিয়ে মাদরাসাটি ফলাফলের শীর্ষে নিজেদের অবস্থান ধরে রেখেছে।
• মোট অংশগ্রহণকারী: ৪২৭ জন
• মোট কৃতকার্য: ৪২৬ জন
• পাশের হার: ৯৯.৭৭%
• মোট A+: ২২৭ জন
• মোট A গ্রেড: ১৮৫ জন
বিভাগভিত্তিক সাফল্য:
• সাধারণ বিভাগ: A+ ১১০ জন, A গ্রেড ১২৯ জন
• বিজ্ঞান বিভাগ: A+ ১১৭ জন, A গ্রেড ৫৬ জন
এই সাফল্যের জন্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের জানাই আন্তরিক অভিনন্দন!
শিক্ষাক্ষেত্রে এমন গৌরবময় সাফল্য অর্জনে আপনার মতামত কী? কমেন্ট করে জানান!
• বিজ্ঞান বিভাগ: A+ ১১৭ জন, A গ্রেড ৫৬ জন
এই সাফল্যের জন্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের জানাই আন্তরিক অভিনন্দন!
এদিকে এসএসসি পরীক্ষায় ঝালকাঠি সরকারি হরচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ২২২ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ২১২ জন কৃতকার্য হয় এবং ৫৪ জন জিপিএ-৫ অর্জন করে। সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ২১৫ জন অংশ নিয়ে ২১২ জন পাস করে, যার মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৫৮ জন।
এছাড়াও কাঁঠালিয়া ও নলছিটি থেকে এবারে পরীক্ষার পাশের হার তুলনামূলক আগের থেকে কম।