close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

Susunod

দিনাজপুরের বিরল সীমান্তে ১৩ বাংলাভাষীকে পুশইন

7 Mga view· 29/05/25
Salahuddin Ahmed
Salahuddin Ahmed
3 Mga subscriber
3

⁣দিনাজপুর সীমান্তে ১৩জনকে পুশইন

স্টাফ রিপোর্টার > দিনাজপুরের বিরলের এনায়েতপুর সীমান্ত দিয়ে ১৩ জন নারী পুরুষকে বাংলাদেশী এলাকায় গেল বুধবার রাতের আধারে পুশইন করেছে ভারতীয় বিএসএফ বাহিনী। আজ বৃহস্পতিবার ভোরে তাদেরকে আটক করেছে বিজিবির স্হানীয় ক্যাম্পের সদস্যরা। ১৩ জনের মধ্যে ১১ জন নারী ও ২ জন পুরুষ।

স্হানীয়রা জানান, গেল বুধবার দিনগত রাত ৩টার দিকে বিরলের কাঠালিয়াপাড়ায় এসে গ্রাম এসে কয়েকটি পরিবারকে ডেকে তুলে খাবার চেয়ে ক্ষুধা নিবারন করেছে। তারা তৃষ্ণার্ত এবং ক্ষুধার জ্বালায় কাতরাচ্ছিল। তার মধ্যে কয়েকজন নারী অবর্ননীয় দৈহিক নির্যাতন জনিত অসুস্হ ছিল।

বিজিবি'র ৪২ ব্যাটালিয়ন প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিরলের এনায়েতপুর সীমান্তে উল্টোদিকে ভারতের কুশমন্ডি থানার গোবরাবিল এলাকায় কাটাতারের গেট দিয়ে ১১ জন নারী ও ২ জন পুরুষকে বাংলাদেশে ঠেলে দিয়েছে বিএসএফ। ভোরের দিকে ওই ১৩জনকে এলাকাবাসীর সহায়তায় আটক করেছে এনায়েতপুর বিওপির টহল দলের সদস্যরা। পুশইনের শিকার ওই ১৩জনের নাগরিক পরিচয় সনাক্তে অনুসন্ধ্যান চালাচ্ছেন তারা।

অন্যদিকে ধর্মজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নুর ইসলাম জানান, বাংলাদেশে পুশ করতে সীমান্তের বিভিন্ন পয়েন্টে বাংলাভাষীদের
জড়ো করছে বিএসএফ বাহিনী সদস্যরা।
###

Magpakita ng higit pa

 0 Mga komento sort   Pagbukud-bukurin Ayon


Susunod