close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

下一个

দিনাজপুরের বিরামপুর সীমান্তে একই পরিবারের ১৫ নারী পুরুষ শিশুকে পুশইন

4 意见· 13/06/25
Salahuddin Ahmed
Salahuddin Ahmed
3 订户
3

স্টাফ রিপোর্টার > দিনাজপুর > দিনাজপুরে বিরামপুরের অচিন্ততপুর সীমান্ত দিয়ে গেল বৃহস্পতিবার মধ্যরাতে একই পরিবারভুক্ত ১৫জন নারী, পুরুষ ও শিশুকে পুশইন করেছে বিএসএফের সদস্যরা। পরে তাদেরকে আটক করেছে বিজিবির অচিন্তপুর বিওপির টহল দল। এদের মধ্যে ৩ জন পুরুষ, ৩ জন নারী এবং ৯ শিশু রয়েছে।

জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে সীমান্ত এলাকার সার্চলাইট বন্ধ করে ১৫ জনকে বাংলাদেশী এলাকায় সীমান্তের মেইস পিলার ২৯৫/১ সাব পিলার এস ১ এলাকা দিয়ে পুশইন করে বিএসএফের গুলশী ক্যাম্পের সদস্যরা।
পরে বিজিবির ৪২ ব্যাটালিয়নের অচিন্তপুর বিওপির সদস্যরা তাদের আটক করে।
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন অচিন্তপুর বিওপির ইনচার্জ কমান্ডার রফিকুল ইসলাম।
যাচাইয়ে আটক ১৫ জনের নাম পরিচয় নিশ্চিত হয়েছেন তারা।

আটককৃতদের মধ্যে পরিবার প্রধান আকাশ মোল্লা (৬০) তার স্ত্রী হিরিনা বেগম (৫২) , ছেলে হাসু মোল্লা (৩৪) ৩জন নাতি বিল্লাল মোল্লা (১৬) মোহাম্মদ মোল্লা (১২) আহমেদ মোল্লা (৮) নাতনি রাবেয়া মোল্লা (৪) আরেক ছেলে মনির মোল্লা (৩০) পুত্রবধু ঝরনা খাতুন (২৮), দ্বিতীয় ছেলের মেয়ে ( নাতনি) সুমাইয়া খাতুন (১১),সুমাইয়া খাতুন (৬) খাদিজা খাতুন (৪), নাতি আলমিন মোল্লা, ইব্রাহিম মোল্লা (২) এবং তাজমা বেগম (৪০)। তারা সবাই একই পরিবারভুক্ত এবং নড়াইল জেলার কালিয়া উপজেলার শীতল পাটি গ্রামের বাসিন্দা।
জীবিকার প্রয়োজনে দালালের মাধ্যমে তারা ভারতে গিয়ে কাজের পাশাপাশি বসবাস করতো।

显示更多

 0 注释 sort   排序方式


下一个