close
লাইক দিন পয়েন্ট জিতুন!
দিনাজপুর ১ আসনে বিএনপির মনোয়ন পরিবর্তন করর ত্যাগী নেতা জাকির হোসেন ধলুকে মনোনয়ন দেওয়ার দাবিতে নেতাক
1
0
9 ビュー·
17/11/25
の
政治 (せいじ)
স্টাফ রিপোর্টান, দিনাজপুর > দিনাজপুর ১ আসনে ( বীরগঞ্জ-কাহারোল) বিএনপির ঘোষিত এমপি প্রার্থী পরির্তন করে ত্যাগী নেতা জাকির হোসেন ধলুকে মনোনয়ন দেওয়ার দাবিতে আজ সোমবার সন্ধ্যায় বীরগঞ্জ শহরে বিক্ষোভসহ মশাল মিছিল করেছে তৃণমূলের স্হানীয় নেতাকর্মীরা।
দলের দুর্দিনে পার্টির হাল ধরে থাকায় এবং স্বৈরাচারি সরকারের দমন পীড়নে নির্যাতিত নেতাকর্মীর পাশে থাকার কারনে তাকে প্রার্থী হিসেবে চাইছেন আন্দোলনকারিরা।
একই দাবিতে প্রতিদিনই সভা সমাবেশসহ বিক্ষোভ কর্মসূচি পালন করছেন তারা।
মনোনয়ন পরিবর্তন করা হলে আসনটি জামায়াতের ঘরে চলে যাবে বলে আশংকা নেতাকর্মীদের। জাকির হোসেন ধলুকে মনোনয়ন দিলে আসনটি বিএনপির ঘরে আসবে বলে দাবি করছেন তারা।
মশাল মিছিলের আগে স্হানীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মলনে বিস্তারিত তুলে ধরেছেন স্হানীয় নেতারা
もっと見せる
0 コメント
sort 並び替え
