Следующий

ঢাবি উপাচার্যকে 'পাকিস্তানি প্রোডাক্ট' বললেন যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন

22 Просмотры· 09/09/25
পুলক শেখ

⁣ঢাবি উপাচার্যকে 'পাকিস্তানি প্রোডাক্ট' বললেন যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন
ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের প্রেক্ষাপটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্যকে "পাকিস্তানি প্রোডাক্ট" বলে অভিহিত করেছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন। ভিডিওটি পল্টন এলাকা থেকে ধারণ করা হয়েছে।

ভিডিওতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য একজন "পাকিস্তানি প্রোডাক্ট"। তিনি আরও অভিযোগ করেন, এই উপাচার্য শিক্ষার্থীদের ওপর নির্যাতন ও হামলা চালিয়েছেন। নয়নের মতে, এই উপাচার্যের হাতে বিশ্ববিদ্যালয় এবং শিক্ষার্থীরা নিরাপদ নয়। তিনি ডাকসু নির্বাচন নিয়েও অসন্তোষ প্রকাশ করে উপাচার্যের পক্ষপাতমূলক আচরণের সমালোচনা করেন।
রবিউল ইসলাম নয়নকে ঢাকা শহরের শীর্ষ চাঁদাবাজ হিসেবেও উল্লেখ করা হয়। তার এই ধরনের মন্তব্য রাজনৈতিক অঙ্গনে বিতর্ক সৃষ্টি করেছে এবং নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

Показать больше

 0 Комментарии sort   Сортировать по


Следующий